1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ হলো ইসলামি আইন বাস্তবায়ন পরিষদের হরতাল

৪ এপ্রিল ২০১১

পুলিশের বিচ্ছিন্ন সংঘর্ষ, মিছিল, সড়ক অবরোধ এবং ধাওয়া ও পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ইসলামি আইন বাস্তবায়ন পরিষদের সকাল-সন্ধ্যা হরতাল৷ ঢাকার কয়েকটি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটলেও, হরতালের উত্তাপ ঢাকার বাইরে ছিল বেশি৷

https://p.dw.com/p/10nFy
Dhaka, Bangladesh,
শেষ হয়েছে ইসলামি আইন বাস্তবায়ন পরিষদের সকাল-সন্ধ্যা হরতালছবি: Harun Ur Rashid Swapan

জানা গেছে, হরতাল সমর্থকদের সঙ্গে চার ঘন্টা ধরে পুলিশের সংঘর্ষ হয়েছে ঢাকার অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে৷ পুলিশ রাজধানী থেকে শতাধিক হরতাল সমর্থককে আটক করছে৷ তবে যানবাহন চলাচল মোটামুটি স্বাভাবিক ছিল৷ মুফতি আমিনী বলেছেন, সরকার যতদিন নারী উন্নয়ন নীতি বাতিল না করবে, ততদিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন৷ 

নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকায় কয়েক হাজার হরতাল সমর্থক অবস্থান নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়৷ তারা সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় এবং মিছিল করে৷ পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়৷ পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল ছোড়ে৷ পুলিশও টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে৷ চার ঘন্টার সংঘর্ষে পুলিসসহ আহত হয় অর্ধশত৷ বেশ কিছু পিকেটারকে এই জায়গা থেকে আটক করা হয়৷ পুলিশের যুগ্ম কমিশার মাহবুবুর রহমান জানান, সড়ক অবরোধ করায় তারা অ্যাকশনে গিয়েছেন৷ কারুর চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অধিকার কারুর নেই৷

রাজধানীর আরো কয়েকটি এলাকায় হরতাল সমর্থকরা সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে যাবাহন চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করে৷ তারা বায়তুল মোকারররম, মোহাম্মদপুর ও বসুন্ধরা আবাসিক এলাকায় মিছিল সমাবেশের চেষ্টা করে৷ কিন্তু ভোর রাত থেকেই পুলিশ ছিল সক্রিয়৷ ফলে অনেক জায়গায়ই হরতাল সমর্থক ইসলামি আইন বাস্তবায়ন পরিষদ এবং ইসলামি ঐক্যজোটের নেতা-কর্মীদের পুলিশ দাঁড়াতে দেয়নি৷

এদিকে, হরতালের বিরুদ্ধে মোহাম্মদপুর এলাকাসহ রাজধানীর কয়েকটি এলাকায় মিছল করছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা৷

ঢাকার বাইরে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, নওগা, ফেনী, নারায়নগঞ্জ, সাভার, মৌলভীবাজার ও ব্রাহ্মনবাড়িয়ায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে৷ অন্যদিকে, দুপুরের পর মুফতি ফজলুল হক আমিনী এবং সংবাদ সম্মেলনে হরতাল সফল বলে দাবি করছেন৷ তিনি বলেন, এই সরকার যে সাধারণ মানুষের ওপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে তা প্রমাণ হল৷

উল্লেখ্য, ঢাকাসহ সারা দেশে হরতাল সমর্থকরা লাঠি সোটায় সজ্জিত ছিল৷ কেউ কেউ কাফনের কাপড় পরে মাঠে নামে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ