1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ হচ্ছে ইরাক যু্দ্ধ, কিন্তু তারপর?

২৯ আগস্ট ২০১০

ইরাকে শেষ হতে চলেছে মার্কিন যুদ্ধ মিশন৷ সাপ্তাহিক বেতার ভাষণে আবারও তা বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ কারণ এটা ছিল তাঁর নির্বাচনী একটা অঙ্গীকার৷ সেটা পূরণ করতেই তিনি যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন৷

https://p.dw.com/p/Oyfc
সাপ্তাহিক বেতার ভাষণে ইরাক যুদ্ধ শেষের ব্যাপারে আবার নিশ্চিত করলেন ওবামাছবি: AP

এছাড়া এই বছরেরই শেষে যুক্তরাষ্ট্রে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সেখানে আবার জনগণের কাছে জবাবদিহি করতে হবে ওবামাকে৷ তাই আগে থেকেই তিনি প্রস্তুতি নিচ্ছেন বলা যেতে পারে৷ শনিবার দেয়া এক বেতার ভাষণে তিনি এই বিষয়টার উল্লেখও করেছেন৷ ওবামা স্পষ্ট করেই বলেছেন, প্রেসিডেন্ট পদে নির্বাচনের সময় তিনি ইরাক যুদ্ধ শেষ করার অঙ্গীকার করেছিলেন৷ আর আজ প্রেসিডেন্ট হিসেবে সেটাই করছেন৷ ক্ষমতা গ্রহণের পর থেকে প্রায় ৯০ হাজার মার্কিন সৈন্যকে তিনি দেশে ফিরিয়ে এনেছেন বলেও জানান ওবামা৷ ইরাকের ভবিষ্যৎ নিয়েও ওবামা কথা বলেছেন তাঁর বেতার ভাষণে৷ তিনি বলেন, ইরাক এখন স্বাধীনভাবে নিজের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবে৷

আনুষ্ঠানিকভাবে যুদ্ধ মিশন শেষ হচ্ছে মঙ্গলবার৷ তবে ইতিমধ্যেই এই মিশনের প্রায় সব সেনা দেশে ফিরে গেছেন৷ ইরাকে এখন মার্কিন সেনার সংখ্যা ৫০ হাজারেরও নিচে৷ তাঁদের দিয়েই বুধবার থেকে শুরু হচ্ছে ‘অপারেশন নিউ ডন'৷ মূলত ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেয়াই হবে তাঁদের কাজ – যেটা এখনো চলছে৷ সঙ্গে কিছু পরামর্শমূলক কাজও করবেন তাঁরা৷ তবে আগামী বছর পর্যন্তই যে তাঁরা ইরাকে থাকছেন, এটা আবারও নিশ্চিত করেছেন ওবামা, তাঁর ভাষণে৷

ইরাকের ভবিষ্যৎ?

সেটাই এখন সবার প্রশ্ন৷ মাত্র ক'দিন আগেই ইরাকে দেশজুড়ে সিরিজ বোমা হামলা হয়েছে৷ এবং এই হামলার প্রধান লক্ষ্য ছিল নিরাপত্তা কর্মীরা৷ এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন৷ তাই সাধারণ জনগণের প্রশ্ন, যাঁরা নিজেদেরই নিরাপত্তা দিতে পারেনা, তাঁরা কী করে জনগণকে নিরাপত্তা দেবে৷ বিশেষ করে সুন্নি মিলিশিয়ারা আছেন ভয়ে৷ কারণ আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধে তারা মার্কিন সৈন্যদের পক্ষ নিয়েছিলেন৷ তাই এখন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হবে বলা আশঙ্কা করছেন তারা৷ আর তাদের এই আশঙ্কা যে অমূলক নয় তার প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে৷ এই শুক্রবারেই উত্তর ইরাকে সুন্নি মিলিশিয়াদের ওপর হামলা হয়েছে৷ এতে তিনজন নিহত হয়েছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম