1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ পর্যন্ত রিয়ালেই যাচ্ছেন মরিনিয়ো

২৯ মে ২০১০

একেই বলে পেশাদারিত্ব! দীর্ঘ ৩৫ বছর পর ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার পর অনেকেই ভেবেছিলেন হয়তো থেকেই যাবেন কোচ জোসে মোরিনিয়ো৷ কিন্তু শেষ পর্যন্ত আবেগের চেয়ে পেশাদারিত্বকেই জায়গা দিলেন এই পতুর্গিজ৷

https://p.dw.com/p/NcVp
জোসে মরিনিয়োছবি: AP

একটি নয় দুটি নয়, চলতি মৌসুমে তিন তিনটি শিরোপা এসেছে ইন্টার মিলানের ঘরে৷ আর এই সাফল্যের জন্য প্রশংসা যার সবচেয়ে বেশি প্রাপ্য তিনি জোসে মোরিনিয়ো৷ কারণ, এর আগের বছরগুলোতে ইন্টার মিলান দামি কোচের চেয়ে দামি খেলোয়াড়ের দিকেই নজর দিয়েছিল৷ কিন্তু তাতে কোন ফল হয়নি৷ আর মোরিনিয়ো আসার পর এমন অভূতপূর্ব সাফল্য৷ তাই এর পেছনে যে মোরিনোয়োর অসাধারণ কোচিং মস্তিষ্কের অবদান সবচেয়ে বেশি তা বলার আর অপেক্ষা রাখে না৷ কিন্তু তাকে আর ধরে রাখতে পারল না ইন্টার মিলান৷ কারণ ইংলিশ প্রিমিয়ার লিগ, ইটালির সিরি এ-র পর এবার মোরিনিয়োকে হাতছানি দিয়ে ডাকছে স্প্যানিশ প্রিমেরা লিগ৷ আর এক্ষেত্রে রিয়াল মাদ্রিদ হচ্ছে সবচেয়ে ভালো জায়গা৷ আর রিয়ালও আগে থেকেই নজর রাখছিল মোরিনোয়োর ওপর৷ শুক্রবার রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস ও ইন্টার প্রেসিডেন্ট মাসিমো মোরাত্তির বৈঠকেই কথা পাকা হয়ে যায় যে মোরিনিয়ো ইন্টার ছেড়ে রিয়ালে যাচ্ছেন৷ সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে যে মোরিনিয়োর এই বদলির জন্য ইন্টার মিলানকে ৮০ লাখ ইউরো দেবে রিয়াল মাদ্রিদ৷ এছাড়া দুই দলের মধ্যে খেলোয়াড় বিনিময় হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে৷

তবে যা-হোক ৪৭ বছর বয়স্ক মোরিনিয়োর সামনে এখন স্বপ্ন পুরণের হাতছানি৷ অন্যদিকে, ইন্টার মিলান বিমর্ষ তাদের সেরা কোচকে হারিয়ে৷ মাত্র গত সপ্তাহেই তারা বায়ার্ন মিউনিখকে হারিয়ে দীর্ঘ ৩৫ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে৷ কিন্তু সেই আনন্দ যেন এখন অনেকটাই ফিকে হয়ে আসছে মোরিনিয়োর বিদায়ে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার