1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ পর্যন্ত জয় হল বাংলাদেশেরই

২৫ ফেব্রুয়ারি ২০১১

আয়ারল্যান্ড কে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ৷ ২০৬ রানের লক্ষ্য নিয়ে ১৭৮ রান করতেই সবগুলো উইকেট হারাতে হয় আয়াল্যান্ডকে৷

https://p.dw.com/p/10PTF

বিশ্বকাপের নবম খেলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান৷ ৪৯ ওভার ২ বলে ২০৫ রান করেই ব্যাটিং শেষ করতে হয় বাংলাদেশকে৷

যদিও বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার খেলা শুরু হয় দুপুরে, কিন্তু একে ঘিরে আজ সকাল থেকেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের চারপাশে শুরু হয় উৎসব৷

সকাল নয়টা বাজার আগেই দর্শকরা মাঠে ঢুকতে শুরু করেন৷ দেশের মাটিতে দেশের খেলা বলে কথা৷ তাই যারা টিকিট পাননি, তাঁদেরও স্টেডিয়ামের আশ পাশেই ঘোরাঘুরি৷ স্টেডিয়ামের চারপাশে যানবাহন চলাচল বন্ধ৷ নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা৷

এদিকে ‘ঢাকা বিদ্যুত বিতরণ' কর্তৃপক্ষ রাজধানীর কল-কারখানারগুলোকে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখতে বলেছে৷ লোড শেডিং এর কারণে দর্শকদের যাতে টেলিভিশনে খেলা দেখতে সমস্যা না হয় সেজন্য বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত এই ব্যবস্থার কথা বলা হয়েছে৷

আজকের খেলায় উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসকে মাঠ ছাড়তে হয় ১২ রান করে৷ দলীয় ৬১ রানের মাথায় ৩ রান করে রান আউট হন জুনায়েদ৷ তামিম ইকবাল ৪৩ বলে ৪৪ রান করেন৷ এর মধ্যে ৪ মারেন ৭টি৷ ৮৬ রানের মাথায় ১৬ রান করে মাঠ ছাড়তে হয় অধিনায়ক সাকিব আল হাসানকে৷ মোহাম্মদ আশরাফুলকে ১ রান করতে না করতেই ফিরে যেতে হয় সাজঘরে৷ ১৫৯ রানের মাথায় ৩৮ রান করে রান-আউট হন রকিবুল হাসান৷ অন্যদিকে শফিউল ইসলাম ফিরে গেছেন ২ রান করে৷

এর আগে বাংলাদেশ ও আয়ারল্যান্ড একদিনের আন্তর্জাতিক খেলায় মুখোমুখি হয়েছে ছয়বার৷ সেইসব খেলায় বাংলাদেশ জিতেছে চারবার৷ আর আয়ারল্যান্ড দুইবার৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন