1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষবারের মত মহাশূন্যে যাত্রা করল আটলান্টিস

১৬ মে ২০১০

শেষবারের মত মহাকাশের উদ্দেশ্যে পৃথিবী ছেড়ে চলে গেল মার্কিন নভোযান আটলান্টিস৷ শনিবার যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভাল থেকে নভোযানটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় রসদ নিয়ে যাত্রা করেছে৷

https://p.dw.com/p/NP6h
কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা করছে আটলান্টিসছবি: picture alliance/dpa

মূলত এর মাধ্যমেই সিকি শতাব্দীর একটি অধ্যায় শেষ হতে যাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণায়৷ ১৯৮৫ সালে প্রথমবারের মত মহাকাশের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল আটলান্টিসকে৷ এরপর গত ২৫ বছরে মোট ৩২ বার মহাশূন্যে আসা যাওয়া করেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান নাসার এই নভোযান৷ এবার মিশন শেষ করে পৃথিবীতে ফিরে আসার পর বুড়ো হয়ে যাওয়া এই নভোযানের আশ্রয় হয়তো মিলবে কোন যাদুঘরে৷

এদিকে শেষবারের যাত্রায় ঠিকঠাকই ইঞ্জিন চালু করেছে আটলান্টিস৷ শুক্রবার তার ট্যাংকে ভরা হয় পাঁচ লাখ গ্যালন বা বিশ মিলিয়ন লিটার তরল অক্সিজেন এবং হাইড্রোজেন৷ রোববার লঞ্চিং এর কয়েক মিনিট পর আটলান্টিসের জোড়া রকেট বুস্টারগুলো ঠিকমত আলাদা হয়ে যায় এবং আটলান্টিক মহাসাগরের বুকে সেগুলো ছিটকে পড়ে৷ সাড়ে আট মিনিটের মাথায় নভোযানটি অবস্থান নেয় পৃথিবীর কক্ষপথে৷ নাসার পক্ষ থেকে জানানো হয়েছে ১২ দিনের এই মিশনে আটলান্টিসের ঠিকানা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র৷ এজন্য নভোযানের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে ১২ টনের বেশি প্রয়োজনীয় যন্ত্রপাতি৷

Eine künstlerische Interpretation von der Tranquility genannte Verbindungsknoten Nr. 3
মহাশুন্যে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রছবি: ESA

উল্লেখ্য, নাসার শাটল প্রোগ্রাম অর্থাৎ মহাকাশ কেন্দ্র থেকে আসা যাওয়ার কর্মসূচি শেষ হচ্ছে এই বছর৷ আগামী সেপ্টেম্বরে নভোযান ডিসকভারি এবং নভেম্বর মাসে আরেক নভোযান এনডেভারকে পাঠানোর মধ্য দিয়েই নাসার পক্ষ থেকে এই শাটল প্রোগ্রাম শেষ হবে৷ এরপর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আসা যাওয়ার কাজটি আপাতত করা হবে রাশিয়ার সহায়তায়৷ বিজ্ঞানীরা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব মহাকাশ কেন্দ্র নির্মাণের কাজটি শেষ করতে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়