1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হয়ে গেল বিশ্বকাপ ফুটবল৷

১১ জুন ২০১০

শুরু হয়ে গেল বিশ্বকাপ ফুটবল৷ বিশ্বসেরা ফুটবল শিরোপার লড়াইয়ে আজ থেকে শামিল হল ৩২টি দেশ৷ কিন্তু এই লড়াইয়ে কেবল ৩২ টি দেশের জাতীয় দল নয়, উপস্থিত রয়েছেন গোটা বিশ্বের কোটি কোটি মানুষ৷

https://p.dw.com/p/NoZR

আজ থেকে দক্ষিণ আফ্রিকার ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্ব ফুটবলের এই সর্বোচ্চ আসর৷ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টের ১৯তম আসরটি প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে আফ্রিকা মহাদেশে৷ এই হিসেবে কেবল দক্ষিণ আফ্রিকা নয়, গোটা আফ্রিকার জন্য এবারের ফুটবল বিশ্বকাপ একটি ভিন্ন মাত্রা এনে দিয়েছে৷ তা সত্বেও বর্ণ কিংবা ধর্ম নয়, ভাষা কিংবা গোষ্ঠী নয়, দক্ষিণ আফ্রিকাতে আজ সকলের পরিচয় শুধু একটাই, তা হল ফুটবলের সমর্থক৷ জোহানেসবার্গের স্টেডিয়ামে ৬২ হাজার দর্শকদের সামনে ওয়াকা ওয়াকা গেয়ে মাতিয়ে তোলেন ল্যাটিন গায়িকা শাকিরা৷

তবে এত আনন্দের মাঝেও একটি দুঃসংবাদ বিশ্বকাপে যেন কিছুটা বিষাদ এনে দিয়েছে৷ বৃহস্পতিবার রাতে কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার প্রপৌত্রি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান৷ তাই আজ জোহানেসবার্গের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে তা বাতিল করেন নেলসন ম্যান্ডেলা৷

WM 2010 - Shakiras Waka Waka-Song
শাকিরাছবি: AP

এদিকে, আজ উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা খেলছে মেক্সিকোর বিরুদ্ধে৷ নিজ দেশের হাজার হাজার সমর্থকদের সামনে এই ম্যাচে নামার আগে বাফানা বাফানা-রা জানিয়েছে তারা কাউকেই ভয় পাচ্ছে না৷ অন্যদিকে মেক্সিকো জানিয়েছে, শুরুতেই তারা স্বাগতিকদের হারিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ৷ অভিজ্ঞতা ও শক্তির বিচারে এগিয়ে আছে মেক্সিকানরাই৷ দিনের অন্য ম্যাচে মুখোমুখি হচ্ছে ১৯৯৮ এর চ্যাম্পিয়ন ফ্রান্স ও উরুগুয়ে৷ বিশ্বকাপের আগে মাত্র একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পেরেছে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে৷ তাতে ইসরায়েলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে বেশ ভালো মুডেই আছে তারা৷ অন্যদিকে ফরাসি কোচ রেমন দমেনেক স্বীকার করেছেন যে তার দল কিছুটা হলেও চাপের মুখে রয়েছে৷ কারণ প্রস্তুতি ম্যাচগুলোতে খুব একটা সুবিধা করতে পারেনি ফ্রান্স৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আবদুস সাত্তার