1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হল ইন্দো-বাংলা গেমস প্রতিযোগিতা

২৫ মার্চ ২০১০

উদ্বোধন বুধবার হলেও বিভিন্ন প্রতিযোগিতা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে৷ প্রথম দিন রয়েছে, আসানসোল রাইফেল গ্রাউন্ডে শুটিং ও সল্টলেক স্টেডিয়ামে আ্যাথলেটিক্স প্রতিযোগিতা৷

https://p.dw.com/p/McEv
ভারতের ক্রীড়ামন্ত্রী এম এস গীলছবি: AP

ইন্দো-বাংলা গেমস-এর তৃতীয় আসর শুরু হয়েছে ৷ বাংলাদেশ ও ভারতের বাংলাভাষীদের সৌহার্দের প্রতীক বলে পরিচিত এই ইন্দো-বাংলা গেমস৷

বুধবার কোলকাতার নেতাজী সুভাষ বসু ইনডোর স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গেমস-এর উদ্বোধন করা হয়৷ উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় সরকারের ক্রীড়ামন্ত্রী এম এস গীল৷ উদ্বোধনী অনুষ্ঠানে গীল বলেন, অতীতের বর্ণময় ফুটবলের ২০ বছর ফিরিয়ে আনতে পারে বাংলা৷ তিনি বলেন, বাংলার ফুটবলারদের কৃতিত্বের সাক্ষী ১৯৫৬ সালের অলিম্পিক৷ যেখানে ফুটবলারদের অর্ধেকই এসেছিলেন বাংলা থেকে৷

উদ্বোধন বুধবার হলেও বিভিন্ন প্রতিযোগিতা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে৷ প্রথম দিন রয়েছে, আসানসোল রাইফেল গ্রাউন্ডে শুটিং ও সল্টলেক স্টেডিয়ামে আ্যাথলেটিক্স প্রতিযোগিতা৷

নেতাজী সুভাষ বসু ইনডোর স্টেডিয়াম ছাড়াও অন্য যেসব ভেনুতে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে বালিঘাটা সুইমিংপুল, ক্ষূদিরাম অনুশীলন কেন্দ্র, সল্ট লেকের ইস্টার্ন সেন্টার এবং ময়দান৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক