1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হলো ওয়ার্ল্ড এক্সপো ২০১০

১ মে ২০১০

জাঁকজমক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চীনের বাণিজ্যিক রাজধানী শাংহাইতে শুরু হলো বিশ্ব মেলা৷ ওয়ার্ল্ড এক্সপো ২০১০ নামের এই বৃহত্তম উৎসবের মূল স্লোগান ‘উন্নততর নগর, উন্নততর জীবন’৷

https://p.dw.com/p/NBzQ
ওয়ার্ল্ড এক্সপো ২০১০ এ জার্মান প্যাভিলিয়নছবি: picture alliance / dpa

শুক্রবার রাতে ঝলমলে আলোকসজ্জা, হরেক রঙের পানির ফোয়ারা, নাচ-গান আর সুরের তালে তালে বিশ্বের সবচেয়ে বড় এলসিডি'র পর্দায় ভেসে উঠেছিল এক্সপো পার্ক৷ হাংপু নদীর তীর সংলগ্ন পাঁচ বর্গকিলোমিটার জায়গা জুড়ে বসেছে এই মেলা৷ মোনাকোর ওয়ার্ল্ড এক্সপো'র চেয়ে এটি দ্বিগুণ বড়৷ আর ২০০৮ সালে স্পেনের সারাগোজার ওয়ার্ল্ড এক্সপোর চেয়ে ২০ গুণ বড়৷ আয়োজকরা বলছেন, শুধুমাত্র উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই তৈরি করা হয়েছিল পাঁচ লাখ টিকেট৷ আর এর সবগুলোই বিক্রি হয়ে গেছে অনুষ্ঠানের আগেই৷

Flash-Galerie Expo Shanghai 2010 Ende April
শাংহাই বিশ্ব মেলা স্মরণীয় হয়ে থাকবে এর প্যাভিলিয়নের বিশেষ সৌন্দর্যের জন্যছবি: AP

জানা গেছে, ২০০৮ সালের বেইজিং অলিম্পিকস-এ যে পরিমাণ অর্থ খরচ করেছিল চীন, তার দ্বিগুণ অর্থ বিনিয়োগ করেছে এই বিশ্ব মেলার আয়োজনে৷ আর তা হলো ৪.২ বিলিয়ন ডলার৷ বিশ্বের বৃহত্তম এই উৎসবই নাকি সবচেয়ে ব্যয়বহুল আয়োজন, এমনটিই দাবি করা হচ্ছে৷ এমনকি চীনের স্থানীয় গণমাধ্যম এই মেলার খরচ ৫৮ বিলিয়ন ডলার বলে উল্লেখ করেছে৷ উদ্বোধনী অনুষ্ঠানে চীনা নেতা হু জিনতাও বলেন, ‘‘আমার বিশ্বাস, সবার সমন্বিত প্রচেষ্টার ফলে বিশ্ববাসী একটি সফল, চমৎকার এবং অবিস্মরণীয় বিশ্ব মেলা উপভোগ করতে পারবে৷'' হু জিনতাও এর সাথে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আরো ২০ জন বিশ্ব নেতা৷ ছিলেন ফরাসি রাষ্ট্রপ্রধান নিকোলা সার্কোজি, দক্ষিণ কোরীয় নেতা লি মিয়ুং বাক এবং কেনীয় নেতা মাওয়াই কিবাকি৷

Flash-Galerie Expo Shanghai 2010 Ende April
আলোকসজ্জিত এক্সপো চূড়াছবি: dpa

প্রসঙ্গত, প্রথম এক্সপো আয়োজন করা হয়েছিল ১৮৫১ সালে লন্ডনে৷ এটির নাম ছিল ‘গ্রেট এক্সিবিশন অব ইন্ড্রাস্ট্রিজ অব অল নেশনস'৷ শাংহাই বিশ্ব মেলাই প্রথম ওয়ার্ল্ড এক্সপো যা কোন উন্নয়নশীল দেশে আয়োজিত হচ্ছে৷ আর পরবর্তী ওয়ার্ল্ড এক্সপো অনুষ্ঠিত হবে ইটালির মিলানে ২০১৫ সালে৷

প্রতিবেদক : হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : অরুণ শঙ্কর চৌধুরী