1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুধু বিশ্বকাপ নয়, ব়্যাংকিঙেও সেরা স্পেন

১৪ জুলাই ২০১০

বিশ্বকাপ জয়ের পর এবার নিজেদের শীর্ষ জায়গাটিও ছিনিয়ে নিলো স্পেন৷ গেল কয়েকমাস আগে ফিফার ব়্যাংকিং এ ব্রাজিল দখল করেছিল বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড়দের দেশের তালিকার শীর্ষ স্থানটি৷

https://p.dw.com/p/OIud
বিশ্বকাপ জয়ের পর আনন্দে মেতে উঠেছিল গোটা দেশছবি: AP

কিন্তু দক্ষিণ আফ্রিকায় সদ্য সমাপ্ত বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে ব়্যাংকিং-এ এক নম্বরে উঠে গেছে তারা৷ আজই প্রকাশিত হলো ফিফার ব়্যাংকিং৷ এ তালিকায় নেদারল্যান্ডস এর অবস্থান দুই নম্বরে৷ আগে তারা ছিল চার নম্বরে৷ বর্তমানে তৃতীয় ব্রাজিল, চতুর্থ জার্মানি৷ পাঁচ নম্বরে রয়েছে কোচ মারাদনার দল আর্জেন্টিনা৷ আর এর আগের অর্থাৎ মে মাসের তালিকায় ১৬ নম্বরে থাকা দল উরুগুয়ে উঠে এসেছে ছয় নম্বরে৷ ইংল্যান্ড রয়েছে সাত-এ৷ পর্তুগাল আট, মিশর নয় এবং চিলি ১০ নম্বরে৷ গতবারের বিশ্বকাপ চাম্পিয়ন ইটালির ভাগ্যটা যে এবার বেশ খারাপ তা আগেই জানা গিয়েছিল৷ ব়্যাংকিং এ ১০ এর ঘরে যেতে পারেনি ইটালি, তাদের বর্তমান অবস্থান ১১৷

আজই প্রকাশিত এই ফিফা ব়্যাংকিং-এ দক্ষিণ এশিয়ার দেশ গুলোর মধ্যে এগিয়ে আছে ভারত৷ তাদের বিশ্ব অবস্থান ১৩২৷ এরপর রয়েছে মালদ্বীপ, ১৪৫ নম্বরে৷ বিশ্ব ফুটবলের সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫৩ নম্বরে৷ এরপর নেপাল এবং পাকিস্তান রয়েছে যথাক্রমে ১৫৬ এবং ১৬৩৷

এদিকে, বিশ্বকাপ জয়ী স্পেন দলের ডিফেন্ডার কার্লোস পুইয়ল আর আন্তর্জাতিক ম্যাচ খেলেবেন না বলে জানিয়েছেন৷ এই দাবি করেছে সেখানকার খেলা বিষযক দৈনিক মারকা৷ এই পত্রিকার কথায়, কার্লোস পুইয়ল নাকি গত নভেম্বরেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বিশ্বকাপের পর স্পেনের হয়ে আর কোন আন্তর্জাতিক ম্যাচে অংশ নেবেন না৷ তবে তিনি খেলে যাবেন বার্সোলোনার পক্ষে, এ কথাও জানিয়েছে পত্রিকাটি৷ ঐ দলের ক্যাপ্টেন তিনি৷ ২০০০ সালে আন্তর্জাতিক ম্যাচে যাত্রা শুরু পুইয়লের৷ এ পর্যন্ত তিনি স্পেনের জাতীয় দলের হয়ে খেলেছেন ৯০টি ম্যাচ৷ বলে রাখা ভালো, পুইয়লের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি কিন্তু ছিল নেদারল্যান্ডস এর বিরুদ্ধে৷ আর শেষটিও হলো ঐ দলের বিরুদ্ধে খেলেই!

প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক