1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীর্ষে বায়ার্ন, হেরে গিয়ে ভাঙচুর করল বার্লিন সমর্থকরা

১৪ মার্চ ২০১০

বায়ার্ন আবার লিগ টেবিলের শীর্ষে চলে গেল শনিবার৷ ওদিকে বার্লিন বনাম বুরেনবার্গের খেলার শেষে মারপিট, গ্রেপ্তারের ঘটনা ঘটল অলিম্পিক স্টেডিয়ামে৷

https://p.dw.com/p/MSLd
বায়ার্নের হয়ে দুটি গোল দিয়েছেন রবেনছবি: AP

ফ্রাইবুর্গ তেমন কিছু আহামরি দল নয়৷ বুন্দেসলিগার চলতি মরশুমে তাদের পয়েন্ট সংগ্রহও নয় বিশেষ বড় মাপের৷ শনিবার সেই ফ্রাইবুর্গকে হারাতেও কিছুটা হিমসিম খেতে দেখা গেল বায়ার্ন মিউনিখকে৷ খেলার ফলাফল হয়েছে ২-১৷ বায়ার্নের হয়ে দুটি গোলই দিয়েছেন আর্জেন রবেন৷ খেলার প্রথম গোলটি কিন্তু বায়ার্নের জালে জড়িয়ে দেন ফ্রাইবুর্গের সেড্রিক মাকিয়াডি, প্রথমার্দ্ধের ৩১ মিনিটে৷ এরপর বায়ার্নের নামজাদা ফরাসি স্ট্রাইকার আর্জেন রবেন সেই গোল শোধ করেন দ্বিতীয়ার্দ্ধের ৭৬ মিনিটে৷ পরিশেষে ৮৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে জয়সূচক গোলটিও করেছেন রবেন৷ তবে, পুরো খেলায় বায়ার্নকে সেভাবে আধিপত্য বিস্তার করতে দেখা যায়নি শনিবার৷

Fußball Bundesliga Nürnberg gegen Hertha
হের্থা বার্লিন বনাম নুরেনবার্গের খেলার একটি জটিল মুহূর্তছবি: picture-alliance/dpa

ওদিকে, বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার নুরেনবার্গ বনাম হের্থা বার্লিনের খেলার শেষে ২-১ গোলে পরাজিত হের্থা বার্লিনের মারমুখী শ'খানেক সমর্থক মাঠের মধ্যে নেমে এসে গন্ডগোল, ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়৷ সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ অফিসার আহত হয়েছেন৷ পুলিশ গ্রেপ্তার করেছে অন্তত ত্রিশজন হের্থা বার্লিন সমর্থককে মাঠের মধ্য আপত্তিজনক আচরণের জন্য৷

বস্তুত, বুন্দেসলিগায় এবার হের্থা বার্লিনের পরিস্থিতি খুবই শোচনীয়৷ এ পর্যন্ত তাদের সংগ্রহ মাত্র পাঁচ পয়েন্ট৷ শনিবার নুরেনবার্গ বনাম বার্লিনের খেলাটি বহুক্ষণ পর্যন্ত ১-১ গোলে অমীমাংসিত অবস্থায় ছিল৷ ৯২ মিনিটের মাথায় নুরেনবার্গের গ্রিক স্ট্রাইকার আঙ্গেলোস কারিস্টিয়াস আরও একটি গোল দেওয়ার পর থেকেই খেপে যায় বার্লিনের সমর্থকরা৷ রেফারি খেলা শেষের বাঁশি বাজানো মাত্রই কিছু সমর্থক মাঠে নেমে গোলমাল শুরু করে৷ অলিম্পিক স্টেডিয়ামের কিছু অংশে ভাঙচুরও করে হের্থা বার্লিনের কিছু মারমুখী সমর্থক৷

শনিবারের অন্যান্য খেলায় ম্যুনশেন গ্লাডবাখ ৪-০ গোলে হেরেছে বল্ফসবুর্গের কাছে৷ কোলন বনাম মাইনজের খেলায় ১-০ গোলে জিতেছে মাইনস৷ ডর্টমুন্ড বনাম বোখুমের খেলার ফলাফল হয়েছে ডর্টমুন্ডের পক্ষে ৪-০৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - আরাফাতুল ইসলাম