‘শীতাতপ নিয়ন্ত্রিত জ্যাকেট’ | পাঠক ভাবনা | DW | 15.08.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘শীতাতপ নিয়ন্ত্রিত জ্যাকেট’

খুব ভালো লাগল ‘গরমের হাত থেকে বাঁচতে শীতাতপ নিয়ন্ত্রিত জ্যাকেট’ লেখাটি৷ এই জ্যাকেট যদি সত্যই সাধারণের ক্রয়ক্ষমতার নাগালের মধ্যে থেকে বাজারে আসে, তাহলে দারুণ ব্যাপার হবে৷

আমরা গরমের দেশের মানুষ৷ বছরের প্রায় অর্ধেকটা সময় আমাদের গরমে হাঁসফাঁস করতে হয়৷ এই অবস্থায় আমাদের দেশে এই জ্যাকেটের বাজার ইতিমধ্যে তৈরি হয়েই আছে৷ প্রচণ্ড শীতে যেমন, তেমনি প্রচণ্ড গরমেও সবচেয়ে কষ্ট পান বয়স্ক মানুষ ও রোগীরা৷

এই জ্যাকেট তাদের মুখেও হাসি ফোটাতে পারবে৷ তাই, ভিলহেল্ম স্টর্ক-এর গবেষণার দ্রুত সাফল্য কামনা করি৷ আশা করি ক্লিমাজ্যাককে আমরা অদূর ভবিষ্যতেই বাজারে দেখতে পাব৷ প্রণাম নেবেন৷ এভাবেই ই-মেলটি লিখে পাঠিয়েছে শিং ভাঙা মোড়, গঙ্গাজলঘাটী, বাঁকুড়া থেকে অন্বেজা মাজি৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন