1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতকালীন অলিম্পিকে জার্মানির চতুর্থ সোনা

১৯ ফেব্রুয়ারি ২০১০

কানাডার ভ্যাঙ্কুভারে চলমান শীতকালীন অলিম্পিকে জার্মানি চতুর্থ সোনা জিতেছে৷ দেশের পক্ষে ২৫ বছর বয়সি মারিয়া রিশ মেয়েদের সুপার কম্বাইন্ড আলপাইন স্কিয়িং-এ সোনা জেতেন৷

https://p.dw.com/p/M5by
মারিয়া রিশছবি: AP

রিশের প্রধান প্রতিদ্বন্দ্বী ও ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্রের লিন্ডসে ভন প্রতিযোগিতার শেষ ধাপে এসে পড়ে গেলে জার্মানি ১২ বছর পর আলপাইন স্কিয়িং-এ সোনার দেখা পায়৷ এর আগে ১৯৯৮ সালে জাপানের নাগানোতে অনুষ্ঠিত অলিম্পিকে কাটইয়া সাইৎসিঙ্গ্যার ও হিলডে গ্যার্গ আলপাইন স্কিয়িং-এ জার্মানির পক্ষে সোনা জিতেছিলেন৷

যুক্তরাষ্ট্রের জুলিয়া ম্যানকুসো রুপা আর সুইডেনের আনজা পায়েরসন এই ইভেন্টে ব্রোঞ্জ পদক পান৷

রিশ বলেন, এটা অনেকটা স্বপ্নের মত৷ প্রতিযোগিতা চলাকালীন আমি কখনোই স্নায়ুর চাপে ভুগছিলাম না, আর এটাই ছিল আমার সাফল্যের মূল অস্ত্র৷

এদিকে ভন বলেছেন, তিনি এই ফলাফলে হতাশ৷ আমি অনেক পরিশ্রম করেছিলাম কিন্তু কোনো কিছুই আমার পক্ষে যায়নি, বলেন তিনি৷

প্রতিবেদন : জাহিদুল হক

সম্পাদনা : আবদুস সাত্তার