1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুদের অন্ধত্ব প্রতিরোধে ক্যানসারের ওষুধ

১৭ ফেব্রুয়ারি ২০১১

ক্যানসারের ওষুধ এভাসটিন অপরিপক্ক শিশুদের চোখের পরিপক্কতা আনতে সাহায্য করতে পারে৷ ফলে হয়তো মর্কিন গায়ক স্টিভ ওয়ান্ডারের মতো জন্মান্ধ হয়ে ভবিষ্যতে আর কোনো শিশুর জন্ম হবেনা৷ যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় একথা বলা হয়েছে৷

https://p.dw.com/p/10IDV
বিশ্বের প্রায় পঞ্চাশ হাজার মানুষ জন্মান্ধছবি: Maurício Lima/Agence France Press

ওয়ান্ডারের মতো সারা বিশ্বের প্রায় পঞ্চাশ হাজার মানুষ জন্মান্ধ৷ চোখের রেটিনার এই সমস্যা ‘রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচোরিটি ' বা আরওপি নামে পরিচিত৷ ‘দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন' এ গবেষণাটি প্রকাশ করা হয়েছে৷ সাধারণত কোলন ক্যানসারের মতো বিভিন্ন ক্যানসারের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় এভাস্টিন৷ কিন্তু এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, অপরিপক্ক শিশুদের চোখের মধ্যে এভাসস্টিনের একটি ইনজাকশন তাদের অন্ধত্ব প্রতিরোধ করতে পারে৷ এবং শিশুদের মধ্যে অন্ধত্বের লক্ষণ দেখা দিলে চিকিৎসার জন্য প্রচলিত যেসব পদ্ধতি ব্যবহার করা হয়, সেই লেজার সার্জারির চেয়েও এটি ভালো কাজ করে বলে দাবি করেছেন গবেষকরা৷

তবে এই গবেষণার অন্যতম গবেষক ‘ইউনিভার্সিটি অফ টেক্সাস হেলথ সায়েন্স' এর হেলেন মিন্টজ হিটনার বলেছেন, এই বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন৷ দেড়শ জন শিশুর উপর গবেষণাটি চালানো হয়৷ নতুন এই গবেষণা সম্পর্কে একটি সম্পাদকীয়তে নিউ ইয়র্কের ‘ইউনিভার্সিটি অফ বাফেলো'র জেমস রেনল্ড বলেন, ‘‘এই ধরণের রোগের চিকিৎসা এমনিতে বেশ কঠিন৷ সেইক্ষেত্রে

এই গবেষণাটি সত্যিই বড় একটি সাফল্য৷'' অন্যদিকে রেনল্ড বলছেন, ‘‘ইনজাকশনের মাধ্যমে এই চিকিৎসা অনেকটাই নিরাপদ, অন্তত: লেজার চিকিৎসার চেয়ে৷'' তবে ইনজাকশনে যে কিছু ঝুঁকি নেই তা অবশ্য তিনি বলেননি৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়