1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাহরুখ শাকিরাকে পেলেন না কিছুতেই...

৩ মে ২০১১

২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের কথা মনে আছে! খেলার খবরের পাশাপাশি যিনি সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন, তিনি শাকিরা৷ কোমর দুলিয়ে বিশ্বকাপের মঞ্চ মাতান এই ল্যাটিন তারকা৷ সেসময় সবার মুখে ছিল তাঁর ‘‘ওয়াকা, ওয়াকা’’ গানটি৷

https://p.dw.com/p/117uM
Shakira performs in concert at Madison Square Garden in New York, Tuesday, September 21, 2010. (AP Photo/Charles Sykes)
শাকিরাছবি: AP

সেই শাকিরা নাচবেন শাহরুখ খানের জন্য৷ এমনটাই শোনা যাচ্ছিল৷ শাহরুখের সঙ্গে শাকিরার সম্পর্কও চমৎকার৷ এসআরকে নিজেই টুইটারে প্রকাশ করেছিলেন শাকিরাকে সঙ্গে নিয়ে নিজের ছবি৷ তাই, অনেকে ভেবেছিল শাহরুখ চাইলে অবশ্যই সম্ভব৷ কিন্তু হলো না, শাকিরার ব্যস্ততার শেষ নেই৷ কিছুতেই শাহরুখের জন্য সময় বের করতে পারলেন না কলাম্বিয়ার এই সঙ্গীত শিল্পী৷

ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর আইপিএল-এ খেলছে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স৷ এই দলের জন্য শাকিরাকে দিয়েই বিজ্ঞাপন তৈরি করতে চেয়েছিলেন বলিউডের ‘ডন'৷ জানা গেল, চলতি আসরে সেটা কোনভাবেই হবে না৷ এমনকি, শাহরুখ নাকি শাকিরাকে তাঁর ছবির জন্য একটি আইটেম গানেরও প্রস্তাব দিয়েছিলেন৷ সেটাও ফিরিয়ে দিয়েছেন শাকিরা৷ বেচারা শাহরুখ!

প্রশ্ন জাগে, দক্ষিণ এশিয়া বড় বড় আসরগুলোকে কি একেবারেই পাত্তা দিচ্ছেন না শাকিরা৷ এর আগে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও শাকিরাকে আনার চেষ্টার কথা শোনা গিয়েছিল৷ ঢাকায় সেই অনুষ্ঠানে শেষ পর্যন্ত হাজির হননি এই যৌন আবেদনময়ী উত্তর তিরিশ ব্লন্ডিনী তন্বী৷ ২০০৭ সালে অবশ্য একবার ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে ঢাকায় পা রেখেছিলেন তিনি৷

এদিকে, কোলকাতা নাইট রাইডার্সের হয়ে চমৎকার সাফল্য দেখালেও মায়ের অসুস্থতার কারণে ঢাকায় ফিরে গেছেন সাকিব আল হাসান৷ কবে আবার আইপিএল-এ ফিরবেন তিনি তা জানা যাচ্ছে না৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়