1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তি মিশনে সংসদীয় দল কাশ্মীরে

২০ সেপ্টেম্বর ২০১০

সহিংসতার ক্ষত নিরাময়ে সর্বদলীয় এক সংসদীয় প্রতিনিধিদল এখন সফর করছেন ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে৷ রাজ্যের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে কথা বলে তাঁদের মনোভাব জানার পর, সমাধানসূত্র খুঁজবে সরকার৷

https://p.dw.com/p/PHYQ
যুদ্ধ নয়, শান্তি চায় কাশ্মীরের মানুষছবি: AP

৩৯ জন সদস্যের এই দলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম৷ কিন্তু, শুরুতেই যে তালভঙ্গ৷ সংসদীয় শান্তি মিশনের প্রতিনিধিদলের বৈঠকে যোগ দেননি রাজ্যের প্রধান বিরোধী দল পিডিপি'র সভানেত্রী মেহবুবা মুফতি, কট্টরপন্থী হুরিয়াত নেতা আলি শাহ গিলানি, মধ্যপন্থী হুরিয়াত নেতা মীরওয়াইজ ওমর ফারুক এবং জেকেএলএফ নেতা ইয়াসিন মালিক৷ রাজ্যে কারফিউ বহাল থাকার প্রতিবাদে মেহবুবা মুফতি নিজে যাননি৷ তবে পাঠিয়েছেন দলের অন্য নেতাদের৷

মধ্যপন্থী হুরিয়াত এবং জেকেএলএফ যৌথভাবে দিয়েছে এক স্মারকপত্র৷ হুরিয়াত নেতা মীরওয়াইজ ওমর ফারুক বলেন, স্মারকপত্রে আছে ৪-দফা প্রস্তাব৷ কাশ্মীর ইস্যু সমাধানে ভারত, পাকিস্তান ও কাশ্মীরিদের মধ্যে শান্তি বৈঠক৷ কারণ কাশ্মীর সমস্যা দ্বিপাক্ষিক ইস্যু নয়৷ তিনি বলেন, কাশ্মীর যখন অগ্নিগর্ভ হয়ে ওঠে তখন সরকারের টনক নড়ে, উত্তেজনা ঠান্ডা হয়ে গেলেই আবার রাজনৈতিক আত্মসন্তুষ্টি৷ ক্ষমতাসীন ন্যাশনাল কনফারেন্স'এর নেতা আবদুল রহিম রাথের মনে করেন, সংসদীয় দলের শান্তি মিশন একটা ইতিবাচক পদক্ষেপ৷ কাশ্মীরে শান্তি ফেরাতে ‘ইন্সট্রুমেন্ট অব অ্যাকসেশন'এর সংস্থান অনুযায়ী কাশ্মীরকে স্বশাসন দিতে হবে৷ অর্থাৎ প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগ ছাড়া অন্যসব কিছু থাকবে রাজ্য সরকারের হাতে৷ রাজ্যে জোট সরকারের শরিক কংগ্রেসের তরফে সইফুদ্দিন সোজ বলেন, বড় কথা রাজ্যের সংহতি অটুট রাখতে হবে৷ জম্মু, কাশ্মীর ও লাদাখের ঐক্য ও সংহতি বিপন্ন হলে সেটা হবে সারা দেশের স্বার্থের পরিপন্থী৷ বিরোধি দল পিডিপি'র মতে, কারফিউ রেখে মানুষের সঙ্গে কীভাবে কথা হবে৷ সংসদীয় দলের যদি সাহস থাকে তাহলে তাঁরা যান, যাঁরা পুলিশের গুলি খেয়ে মরেছেন তাঁদের বাড়িতে, তাঁদের মা-বাবার কাছে৷

Indien P Chidambaram
৩৯ সদস্যের এই দলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরমছবি: UNI

হুরিয়াত নেতারা বৈঠকে আসেননি বলে সংসদীয় দলের কয়েকজন সদস্য দেখা করতে যাবেন কট্টর ও মধ্যপন্থি হুরিয়াত নেতাদের সঙ্গে ৷ আজ সকালে শ্রীনগর পৌঁছে বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম বলেন, কাশ্মীরের ভবিষ্যত,সম্মান ও মর্যাদা নিরাপদ থাকবে ভারতের অঙ্গ হিসেবে থাকলে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ