1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরীরী ভালোবাসা জাগাতে যৌনশিক্ষার উদ্যোগ

২৯ নভেম্বর ২০১০

যৌনতার বিষয়ে রাখ-ঢাকের বিষয়টি মুসলিম সমাজে খু্ব স্বাভাবিক একটি বিষয়৷ সম্প্রতি মুসলিম দেশ মালয়েশিয়া যৌন শিক্ষা নিয়ে যে অভিনব সব উদ্যোগ নিয়েছে তাতে অনেকেরই চোখ কপালে উঠেছে৷

https://p.dw.com/p/QKZ1
ইরানেও যৌনশিক্ষার ব্যবস্থা রয়েছে (ফাইল ফটো)ছবি: AP

শেষপর্যন্ত যৌনশিক্ষার বিষয়ে উদ্যোগী হয়েছে মালয়েশিয়ার সরকার৷ বয়স্ক দম্পতিদের জন্য যৌনশিক্ষার কোর্স আর বিত্তহীন দম্পতিদের জন্য মুফতে মধুচন্দ্রিমা যাপনের সুযোগ দিয়ে রীতিমতো তোলপাড়ই করে ফেলেছে এই মুসলিম দেশটি৷

মালয়েশিয়ার উত্তরের একটি প্রদেশের সরকার এই অভিনব উদ্যোগটি গ্রহণ করেছে৷ এর পেছনের উদ্দেশ্যটি হচ্ছে- ক্রমবর্ধমান বিবাহবিচ্ছেদ ঠেকানো এবং নবদম্পতিদের জন্য যৌনশিক্ষা৷ জানা গেছে, মালয়েশিয়ার তেরেঙ্গানুতে আয়োজিত সেমিনারটির মূল লক্ষ্য ছিলো দীর্ঘকালের দম্পতিদের মধ্যে আবারো শরীরি ভালোবাসার বোধকে জাগানো৷ যাতে তারা পরস্পরকে আবারো কাছে টানতে আগ্রহী হয়ে ওঠেন৷ আয়োজক কর্তৃপক্ষ এর নাম দিয়েছেন- ‘ব্রিং ব্যাক দ্য জয় অফ সেক্স'৷

মালয়েশিয়ার ফ্যামিলি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান মোহাম্মদ সাফারুদ্দিন মুস্তাফা জানিয়েছেন, অধিকাংশ বয়স্ক দম্পতিই আলাদা ঘরে, আলাদা বিছানাতে ঘুমান৷ নিজেদের শারীরিক সম্পর্কের বিষয়টিতে তারা ঘনিষ্ঠ হন না৷ এ বিষয়টি খানিক অস্বাস্থ্যকরই বটে৷ কেননা, চারপাশে অনেক ধরণের থেরাপি আর উপকরণই যখন রয়েছে৷

Neujahrsfest in Kuala Lumpur
মালয়েশিয়ায় সদ্য চালু হওয়া এধরণের যৌনশিক্ষার কোর্স দেশটিতে একেবারেই নতুন এবং সামাজিক প্রথার বাইরের বিষয় (ফাইল ফটো)ছবি: DW

মুস্তাফা আরো বলেছেন, এধরণের সম্পর্কহীনতা এবং ঘনিষ্ঠ না হতে পারার কারণে তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়৷ যা পরবর্তীতে দুজনের মধ্যে বিরক্তিবোধ আর তিক্ত সম্পর্কের সৃষ্টি করে৷ আর এই বিষয়গুলো চলতে চলতে শেষপর্যন্ত এর পরিণতি বিবাহবিচ্ছেদেই গড়ায়৷ তিনি বলেন, খুব সহজেই নিজেদের মধ্যকার সম্পর্কটিকে উষ্ণ আর চনমনে রাখা যায় এবং এই বিপর্যয় এড়ানো যেতে পারে, যদি সম্পর্ক উষ্ণ রাখার কৌশলটি জানা যায়৷

অবশ্য মালয়েশিয়ায় সদ্য চালু হওয়া এধরণের যৌনশিক্ষার কোর্স দেশটিতে একেবারেই নতুন এবং সামাজিক প্রথার বাইরের বিষয়৷ যৌনস্বাস্থ্য নিয়ে আলোচনা মালয়েশিয়ার মুসলিম সমাজে রীতিমতো আপত্তিকর একটি বিষয়ই বটে৷ জানা গেছে, প্রতি দশটি বিয়ের মধ্যে তিনটি বিয়েরই সমাপ্তি ঘটে বিবাহবিচ্ছেদে৷ আর এর ভেতরের কারণটি হচ্ছে পরস্পরে অনীহ হয়ে ওঠা৷ সেকারণেই মালয়েশিয়ার সরকার চাইছে বয়স্ক দম্পতিদের সম্পর্কে উষ্ণতা ফিরিয়ে আনতে৷ এলক্ষ্যেই যৌনশিক্ষা কোর্সের এই নতুন উদ্যোগ৷

বিবাহবিচ্ছেদের হার বেড়ে যাওয়া সম্পর্কে আরেকটি মজার তথ্য জানা গেছে৷ অনেক বিবাহবিচ্ছেদের মূলকারণ নাকি একঘেয়ে শারীরিক সম্পর্ক আর সঙ্গীর শরীরের দুর্গন্ধ! এর প্রতিকারে মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্প্রতি স্থানীয় সুগন্ধি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর কাছে আহ্বান জানিয়েছে যাতে তারা দম্পতিদের জন্য বিশেষ ধরণের সুগন্ধি তৈরি করেন৷ তো এখন দেখা যাক এই সুগন্ধি আর যৌনশিক্ষার সচেতনতা বিবাহবিচ্ছেদকে ঠেকাতে পারে কি না!

প্রতিবেদন: হুমায়ূন রেজা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য