1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থীদের জন্য কঠিন হলো পথ

৯ মার্চ ২০১৬

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ইউরোপের উত্তরের দেশগুলোতে পৌঁছাতে শরণার্থীরা বলকান অঞ্চলের দেশগুলো পার হয়৷ তবে এখন থেকে এই পথ কঠিন করে তুলেছে স্লোভেনিয়া আর ক্রোয়েশিয়া৷

https://p.dw.com/p/1I9ig
Slowenisch-österreichische Grenze Flüchtlinge
ছবি: Reuters/L. Foeger

রাষ্ট্র দু'টি বুধবার থেকে তাদের দেশে বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে৷ ফলে যে বিদেশিরা স্লোভেনিয়ায় প্রবেশের শর্ত পূরণ করবে শুধু তাদেরই প্রবেশ করতে দেয়া হবে৷ আর যারা আশ্রয় পেতে আগ্রহী কিংবা অভিবাসী হতে আগ্রহী তাদের প্রবেশাধিকার দিতে মানবিক কারণ ও শেঙেনের নিয়মকানুন মানবে স্লোভেনিয়া৷ ক্রোয়েশিয়াও একই নীতি অনুসরণ করছে৷

স্লোভেনিয়ার এই সিদ্ধান্ত অনুপ্রাণিত করেছে সার্বিয়াকে৷ মেসিডোনিয়া ও বুলগেরিয়ার সঙ্গে তাদের যে সীমান্ত রয়েছে সেদিক দিয়ে বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে তারাও একই নীতি অনুসরণ করার ঘোষণা দিয়েছে৷

Infografik Balkanroute und die Alternative Routen Englisch

এদিকে, গ্রিস ও তুরস্কের মধ্যে মঙ্গলবার একটি চুক্তি সই হয়েছে৷ এর ফলে ইউরোপ যেসব অভিবাসীদের (যারা ইতিমধ্যে ইউরোপে পৌঁছে গেছে) না নেয়ার সিদ্ধান্ত নেবে তাদেরকে ফিরিয়ে নেবে তুরস্ক৷ বিনিময়ে তুরস্কের কয়েকটি শর্ত মেনে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ যেমন তুরস্কে যে ২৭ লক্ষ সিরীয় শরণার্থী রয়েছে তাদের জন্য ইইউ আরও তিন বিলিয়ন ইউরো দেবে৷ এর আগেও তিন বিলিয়ন ইউরো দেয়ার অঙ্গীকার করেছিল ইইউ৷ এছাড়া ইইউ তুরস্কের নাগরিকদের ভিসা ছাড়াই তাদের অঞ্চলে প্রবেশের সুবিধা দেবে এবং সেটি জুন মাস থেকেই শুরু হবে৷

The Q&A on refugee summit

২০১৫ সাল থেকে এখন পর্যন্ত সোয়া লক্ষের বেশি শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে৷ এই সংখ্যা কমাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ইইউ৷ তুরস্কের সঙ্গে চুক্তি তারই একটি অংশ৷ ইইউ এই চুক্তিকে স্বাগত জানালেও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এর সমালোচনা করেছে৷ ডয়চে ভেলের বারবারা ভেসেল মনে করছেন, ইউরোপের সবাই ক্রমেই যেন ‘দুর্গ ইউরোপ'-এর দিকে এগিয়ে যাচ্ছেন৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

বন্ধু, ইউরোপে শরণার্থী সংকটের ভবিষ্যত কী? মতামত জানান, নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান