1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শপথ নিলেন মনজুর, মামলা করলেন মহিউদ্দিন

১৮ জুলাই ২০১০

চট্টগ্রামের নতুন মেয়র এম মনজুর আলম রোববার শপথ নিয়েছেন৷ আর সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদ মামলা করছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ও মনজুর আলমের বিরুদ্ধে৷

https://p.dw.com/p/OONo
রাজনৈতিক মতভেদ কাটিয়ে তুলে চট্টগ্রামের উন্নয়নের পথ কি এবার প্রশস্ত হবে?ছবি: DW/Kumar Dey

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনজুর আলমকে শপথ পড়ান৷ শপথ গ্রহণ শেষে তিনি বলেন, সরকার ও প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের জন্য আন্তরিক৷ সবাই মিলে কাজ করলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে৷

স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এলজিইডি ভবনে চট্টগ্রামের নব নির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান৷ মন্ত্রী বলেন, তিনি চট্টগ্রামে গিয়ে মেয়র ও কাউন্সিলরদের নিয়ে চট্টগ্রামের উন্নয়নের রূপরেখা প্রণয়ন করবেন৷ নব নির্বাচিত কাউন্সিলররা বলেন, চট্টগ্রামের উন্নয়নে ব্যয় বরাদ্দ বাড়াতে হবে৷

অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এবং চট্টগ্রামের নতুন মেয়রসহ ৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা করেছেন মহিউদ্দিন চৌধুরী৷ তিনি মেয়র মনজুর আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘন, হলফনামায় মিথ্যা তথ্য এবং ভোট কারচুপির অভিযোগ করেছেন৷ মামলায় মেয়র পদে মনজুর আলমকে বিজয়ী ঘোষণার ফলাফল বাতিল এবং পুনর্নির্বাচনের আবেদন করছেন তিনি৷

এদিকে সংসদে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন আগামী ৩০শে নভেম্বরের মধ্যে ২৫০টি পৌরসভার নির্বাচন শেষ করা হবে৷ তিনি বলেন, দেশের প্রায় সব ইউনিয়ন পরিষদের মেয়াদ ২০০৮ সালে শেষ হয়েছে৷ ইউপি নির্বাচনের উদ্যোগ নিতেও নির্বাচন কমিশনে তথ্য পাঠান হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন