1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লোয়েরাখে আততায়ীর গুলিতে পিতা-পুত্র সহ ৪ জন নিহত, আহত ৪

২০ সেপ্টেম্বর ২০১০

১৯ সেপ্টেম্বর জার্মানির লোয়েরাখে আততায়ী মহিলার গুলিবষর্ণের ঘটনায় শেষ পযর্ন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে৷ এদিকে, পুলিশের সঙ্গে আততায়ী মহিলার গুলি এবং পাল্টা গুলি বর্ষণের সময় সবমিলিয়ে আহত হয়েছেন ৪ জন৷

https://p.dw.com/p/PHCM
লোয়েরাখে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনেছবি: AP

লোয়েরাখের গতকালের সেই সহিংস ঘটনার জের শেষাবধি হাসপাতাল পর্যন্ত গড়িয়েছিল৷ জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪৮ হাজার জনবসতির ছোট্ট শহর এই লোয়েরাখ৷ পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোয়েরাখে ১৯ সেপ্টেম্বর এক আততায়ী মহিলার স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের বেপরোয়া গুলি চালানোর কারণে ৩ জন নিহত হন৷ এর মধ্যে চার বছরের একটি শিশুও ছিলো৷ পরে পুলিশের পাল্টা গুলিতে ঐ মহিলাও নিহত হন৷ অর্থাৎ, মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪ জনে৷

এদিকে পুলিশ জানিয়েছে, স্বয়ংক্রিয় অস্ত্রধারী মহিলা প্রথমে যে দুজনকে গুলি করেন, তাঁর একজন সম্ভবত তাঁর সঙ্গী আর অপর ৪ বছরের শিশুটি সম্ভবত তাঁদেরই সন্তান, যাঁদের মৃতদেহ একটি অ্যাপার্টমেন্টের ভেতরে পাওয়া গিয়েছিল৷ পরে পুলিশের গুলিতে ঐ মহিলাও নিহত হন৷

আততায়ী মহিলা এবং পুলিশের মধ্যে গুলি বিনিময়ের সময় হাসপাতালের একজন কর্মীও নিহত হয়েছিলেন৷ জানা গেছে, এই ঘটনায় এক পুলিশ কর্মকর্তা সহ আরো ৩ জন আহত হয়েছেন৷

উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে এমনই অপর একটি ঘটনার কারণে বর্তমানে অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে জোর বিতর্ক চলছে জার্মানিতে৷ তাই ১৯ সেপ্টম্বরের এই ঘটনাটির পর, জার্মানিতে সম্ভবত এবার অস্ত্র নিয়ন্ত্রণে আরো কঠোরতা অবলম্বন করা হবে৷

প্রতিবেদন: হুমায়ূন রেজা

সম্পাদনা: দেবারতি গুহ