‘লোড শেডিংয়ে বাংলাদেশ শীর্ষস্থানে' | পাঠক ভাবনা | DW | 14.06.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘লোড শেডিংয়ে বাংলাদেশ শীর্ষস্থানে'

‘রিনিউয়েবলস ২০১৭ গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট'-এ প্রকাশ, ‘বিশ্বে সৌরশক্তি ব্যবহারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষস্থানে'-এই ভালো খবরে কিন্তু পাঠকদের মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

বিশ্বে ৬০ লাখ সৌর প্যানেলের মধ্যে ৪০ লাখই  বাংলাদেশে ব্যবহার করা হয়৷ অর্থাৎ, বিশ্বে সৌরশক্তি ব্যবহারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষস্থানে৷ এই তথ্য জানার পর ডয়চে ভেলের ফেসবুক পাঠক রাশেদ রাশু মনে হয় বিষয়টি পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না৷ ফেসবুক পাতায় তিনি লিখেছেন, ‘‘ঘোষিত বাজেট কার্যকরের পর বিশ্বে সর্বনিম্নে অবস্থান করবে বাংলাদেশ৷ কারণ, সৌর প্যানেলে এবার শুল্ক আরোপ করা হয়েছে৷''

‘‘আর আমাদের ভালো জিনিসে এক নাম্বারে থাকতে লজ্জা লাগে, তাই আগে ভাগেই 'কর' বাড়িয়ে দিয়েছে! ''পাঠক নয়ন আহমেদ অর্ক কিন্তু  খানিকটা ব্যাঙ্গ করেই এই মন্তব্য করেছেন৷

অন্যদিকে মোহাম্মদ রেজাউল হক লিখেছেন বিষয়টি তিনি বিশ্বাসই করেন না৷

আর কামাল গাজি প্রশ্ন তুলেছেন, ‘‘এটা কিভাবে ভালো খবর হলো? দেশে বিদ্যুৎ নাই বলেই তো মানুষ সৌরশক্তি ব্যবহার করে?''

আর সজীব কুমার তালুকদারের মন্তব্য,  ‘‘সন্ধ্যা হলেই বিদ্যুৎ থাকে না বলেই নাকি মানুষ অপারগ হয়ে সৌর বিদ্যুতের সিস্টেম কিনে৷ আর এখন বাহবা পাচ্ছে সরকার!''

 

‘‘ লোড শেডিংয়ে বাংলাদেশ শীর্ষস্থানে, তাই নাকি সেখানে বাংলাদেশকে বাধ্য হয়ে সৌর বিদ্যুৎ নিতে হচ্ছে৷'' এই মন্তব্য সোহাগ সরকারের৷

ডয়চে ভেলের বন্ধু পাঠক রেজওয়ানুল ইসলামও কিন্তু সোহাগ সরকারের সাথে একমত পোষন করেন৷

তবে ‘বিশ্বে সৌরশক্তি ব্যবহারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষস্থানে' এই খবরে পাঠক খান সাঈদ গর্বিত৷ তিনি বলছেন, ‘‘ভালো করে খুঁজলেই বাংলাদেশের আরো ভালো খবর পাওয়া যাবে৷ তবে  ইচ্ছাটা থাকা দরকার৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন