1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেডি গাগা আর বেসবল = মুখরোচক দৃশ্য

২০ জুন ২০১০

লেডি গাগা৷ গানের জগতের এই তরুণী কিংবদন্তীর যে বেসবলের প্রতি এত ভালোবাসা আছে তা কে জানত? নিউ ইয়র্কের বেসবল দলকে সমর্থন করতে খোলামেলা পোষাকে মাঠে হাজির হয়ে হৈচৈ ফেলে দিয়েছেন এই পপস্টার৷

https://p.dw.com/p/NxkV
ফাইল ফটোছবি: picture-alliance/ dpa

বেসবল আর লেডি গাগা৷ এই দুটি বিষয়ের মধ্যে মিল কতটা? এতদিন পর্যন্ত কেউ জানতই না যে পপের দুনিয়ার নামজাদা এই গায়িকা নিউ ইয়র্ক বেসবল দলের এতবড় ফ্যান৷ বাইরে থেকে আসা ‘মেটজ'-এর সঙ্গে ‘ইয়াংকি'-দের ম্যাচে হঠাৎ হাজির হয়ে গাগা বেশ মুখরোচক দৃশ্যের জন্মই দিলেন শুক্রবার৷ ভিআইপি বক্সে ‘ইয়াংকি'-দের জার্সি গায়ে দিয়ে গাগার উপস্থিতি সব ক্যামেরার চোখ সেদিকেই ঘুরিয়ে দিয়েছিল সেদিন৷ কারণ, শুধু গাগা নিজে নন, কারণ তাঁর পোষাক৷

‘ইয়াংকি'দের শাদাকালো লম্বা ডোরাকাটা জার্সির বোতাম প্রায় সব খুলেই রেখেছিলেন পপস্টার৷ ক্যামেরায় ধরা পড়েছে তাঁর যাবতীয় অন্তর্বাসের ঝলক৷ হাতে আবার একটা ঠান্ডা বিয়ারের ক্যান৷ টুইটারে প্রশ্ন ওঠায় গাগার জবাব, ‘একটু ব্যায়াম করতে গিয়েছিলাম, তারপর খুব গরম লাগছিল, তাই বিয়ার পান করছিলাম৷' পাশে দুই মহিলা বন্ধুকে নিয়ে সারাক্ষণ প্রিয় দলের জন্য চেঁচিয়ে আর লম্ফঝম্ফ করে সমর্থন জানিয়েও অবশ্যি বিশেষ সুবিধে হয়নি৷ কারণ, ‘ইয়াংকি'রা বিশ্রীভাবে ৪-০ হেরেছে বহিরাগত ‘মেটজ'দের কাছে৷

নিউ ইয়র্ক টাইমস তাই তাদের প্রতিবেদনে যথার্থই মন্তব্য করেছে, ‘গাগার যদি প্রিয় দলকে সমর্থন করাটাই প্রধান উদ্দেশ্য হবে, তবে নিদেনপক্ষে একটু ভদ্র পোষাক পরে আসতে পারত৷ পরেরবার প্রিয় দলকে সমর্থন জানাতে মাঠে হাজির হলে অন্তত দয়া করে জার্সির বোতামগুলো লাগিয়ে আসতে ভুলবেন না, গাগা৷'

নিউ ইয়র্ক টাইমসের এই মন্তব্য কী কান খুলে শুনেছেন জনপ্রিয় পপস্টার? তার জন্য ‘ইয়াংকি'দের পরের ম্যাচটা অবধি অপেক্ষা করা যাক আপাতত৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : আরাফাতুল ইসলাম