1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়া ছেড়ে কখনো যাবো না : গাদ্দাফি

৩১ মে ২০১১

লিবিয়ার সংকট সমাধানে আলোচনার জন্যে সে দেশ থেকে ঘুরে এসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা মঙ্গলবার বলেছেন, লিবিয় নেতা মুয়াম্মার গাদ্দাফি লিবিয়া ছেড়ে যাবার কোন ধরণের প্রস্তুতি নিচ্ছেন না৷

https://p.dw.com/p/11RRp
গাদ্দাফি দেশ ছেড়ে না যাবারই প্রস্তুতি নিয়েছেনছবি: dapd

জুমা বলেন, বরং গাদ্দাফি বলেছেন, তিনি দেশের সংঘাতের একটি রাজনৈতিক সমাধান খোঁজারই প্রস্তুতি নিচ্ছেন৷ গাদ্দাফির এই অবস্থানের প্রেক্ষিতে এখন যে প্রশ্ন দেখা দিয়েছে, তা হচ্ছে গাদ্দাফি কতোদিন ক্ষমতা ধরে রাখবেন৷ জাতিসংঘের একজন সাহায্য কর্মকর্তা বলেছেন, গাদ্দাফি নিয়ন্ত্রিত অঞ্চলে খাবার এবং ওষুধপত্রের স্বল্পতার কারণে উদ্বেগ ছড়িয়ে পড়ছে টাইম বোমার মতো৷

এদিকে জ্যাকব জুমা ত্রিপোলি ছাড়ার মাত্র কয়েক ঘন্টা আগে লিবিয়ার টেলিভিশনের খবরে বলা হয়েছে, ন্যাটোর জঙ্গি বিমান আবার হামলা শুরু করেছে৷ ত্রিপোলি এবং রাজধানীর পূর্বে অবস্থিত তাজৌরিতে বেসামরিক এবং সামরিক স্থাপনাতে হামলা করা হচ্ছে৷

লিবিয়ার সংকট সমাধানে একটি আফ্রিকান রোডম্যাপের চেষ্টাতেই ত্রিপোলিতে গিয়েছিলেন জুমা৷ গাদ্দাফির ৪০ বছরের শাসনের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় প্রচণ্ড বিক্ষোভ, পরে যা গাদ্দাফির সমর্থিত বাহিনীর সঙ্গে গণতন্ত্রকামী মানুষের তুমুল লড়াইয়ে পরিণত হয়৷ এবং এই পর্যন্ত ঐ লড়াইয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে৷

NO FLASH Jacob Zuma Präsident Südafrika
কর্নেল গাদ্দাফির ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে প্রেসিডেন্ট জুমা ব্যক্তিগতভাবেও উদ্বেগ প্রকাশ করেছেনছবি: AP

সোমবারে ত্রিপোলিতে গাদ্দাফির সঙ্গে বৈঠকের পরে জুমা এক বিবৃতিতে গাদ্দাফির অবস্থানের কথা জানান৷ একই সঙ্গে তিনি বলেন, যে লিবিয় নেতা ন্যাটো বোমা হামলার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন৷ বিবৃতিতে জুমা বলেন, সব ধরণের কঠিন পরিস্থিতি সত্ত্বেও, গাদ্দাফি দেশ ছেড়ে না যাবারই প্রস্তুতি নিয়েছেন৷ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দপ্তর থেকে থেকে প্রকাশিত ঐ বিবৃতিতে বলা হয়েছে, কর্নেল গাদ্দাফির ব্যক্তিগত নিরাপত্তার ব্যপারটি উদ্বেগের বিষয়৷

তবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে গাদ্দাফির আলোচনার পরে উল্লেখযোগ্য এমন কোন পরিবর্তন আসেনি গাদ্দাফির বয়ানে৷ তিনি তার আগের কথারই প্রতিধ্বনি তুলে ক্ষমতা ছাড়তে অস্বীকার করেছেন৷ কর্নেল গাদ্দাফির ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে প্রেসিডেন্ট জুমা ব্যক্তিগতভাবেও উদ্বেগ প্রকাশ করেছেন৷

এদিকে লিবিয়ার টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখানো হয়েছে, গাদ্দাফি জুমাকে স্বাগত জানাচ্ছেন৷ এর আগে গুজব শোনা গিয়েছিল যে, ন্যাটোর বিমান হামলায় হয় গাদ্দাফি আহত হয়েছেন না হয় তিনি ত্রিপোলি ছেড়ে পালিয়ে গেছেন৷ তবে টেলিভিশন ফুটেজে তাকে দেখার পরে সেই সন্দেহ দূর হয়েছে৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক