1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাহোরে আত্মঘাতী হানা, নিহত অন্তত ১৩

৮ মার্চ ২০১০

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোর সোমবার কেঁপে ওঠে প্রচন্ড বিস্ফোরণে৷ তালেবান আত্মঘাতী হামলাকারী আঘাত হানে একটি গোয়েন্দা কার্যালয়ে৷ বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানে জঙ্গি বিরোধী অভিযানের পাল্টা জবাব এটি৷

https://p.dw.com/p/MNEh
ছবি: AP

লাহোরে আবারো আত্মঘাতী হানা৷ নিহত অন্তত ১৩ জন, যাদের মধ্যে আটজনই সরকারি কর্মকর্তা আর চারজন সাধারণ মানুষ৷ এই তালিকায় রয়েছেন একজন মহিলাও৷ জানা যায়, সোমবার আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারী প্রায় ৬০০ কিলোগ্রাম বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ঢুকে পড়ে একটি আবাসিক এলাকায়, যেখানে গোয়েন্দা কার্যালয় রয়েছে৷ এরপরই মুহূর্তের মধ্যে বিস্ফোরণ, যাতে আহতের সংখ্যাও অন্তত ৬৫ জন৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, আত্মঘাতী হামলাকারীর বিচ্ছিন্ন মস্তিস্ক উদ্ধার করা হয় ঘটনাস্থলের ৫০০ মিটার দূর থেকে৷

বিস্ফোরণের পর পরই হতাহতদের উদ্ধারে নেমে পড়ে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ৷ অনেককেই দেখা গেছে খালি হাতে ইট, কংক্রিট সরিয়ে স্বজনদের খুঁজতে৷ তাদের সঙ্গে যোগ দেয় নিরাপত্তা বাহিনী এবং সরকারি উদ্ধারকারী দলও৷ তবে সাধারণ মানুষের বসবাস তথা মডেল টাউনের মধ্যে এমন গোয়েন্দা কার্যালয় রাখায় ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয়রা৷ এই প্রসঙ্গে সেখানকার এক বাসিন্দা জানান, আমরা জানতাম এমন কিছু হবে৷ এজন্য আমরা এখান থেকে গোয়েন্দা কার্যালয় সরিয়ে নেয়ার জন্য মিছিল করেছি, অনেককে অনুরোধ করেছি৷ কিন্তু কোন কাজ হয়নি৷ ফলে ভুগতে হলো সাধারণ মানুষকেও৷ মডেল টাউনে আরো কয়েকটি গোয়েন্দা কেন্দ্র আছে, সেগুলো এখান থেকে সরিয়ে নেয়া উচিত৷

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানী বোমা হামলায় আহতদের জন্য জরুরী রক্ত সরবরাহে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন৷ ওদিকে, ইতিমধ্যে তালেবান গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে৷ তারা জানায়, মার্কিন ড্রোন আর পাকিস্তানী সামরিক বাহিনীর অভিযানের জবাব এটি৷ আর এহেন হামলা চততদিন চলবে, যতদিন না ড্রোন আর সামরিক অভিযান বন্ধ হচ্ছে৷

পাকিস্তানের নিরাপত্তা বিশেষজ্ঞরাও মনে করছেন তালেবান জঙ্গিদের উপর নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক হামলা আর ধরপাকড়ের কারণেই এই আত্মঘাতী হানা৷ এই প্রসঙ্গে দেশটির অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ফারুক হামিদ ডয়চে ভেলেকে বলেন, সম্প্রতি পাকিস্তানের সেনা বাহিনী এবং গোয়েন্দারা আল-কায়দা এবং তালেবান গোষ্ঠীর শীর্ষ স্থানীয় কয়েক নেতাকে হত্যা এবং গ্রেপ্তার করেছে৷ আর তাই এটা নিঃসন্দেহে বলা যায়, লাহোরের গোয়েন্দা কার্যালয়ে হামলা তালেবান সংশ্লিষ্টদেরই কাজ৷

প্রসঙ্গত, ২০০৭ সাল থেকে আজ পর্যন্ত পাকিস্তানে আত্মঘাতী এবং বোমা হামলায় প্রাণ হারিয়েছে ৩ হাজারের বেশি মানুষ৷ পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ঘোর বিরোধী তালেবান জঙ্গি গোষ্ঠী এসব হামলার দায়ভার স্বীকার করেছে নিয়মিত৷

প্রতিবেদক : আরাফাতুল ইসলাম

সম্পাদনা : দেবারতি গুহ