লাল গোলাপের শুভেচ্ছা | পাঠক ভাবনা | DW | 15.12.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

লাল গোলাপের শুভেচ্ছা

ডয়চে ভেলে পরিবারের সবাইকে জানাই বাংলাদেশের মহান বিজয় দিবস-এ লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন৷

বিজয় লাভের জন্য যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন আমরা তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি৷ আশরাফুল ইসলাম, অন্বেষা রেডিও লিসনার্স ক্লাব, জয়সিদ্ধি, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

বিজয় দিবস উপলক্ষে ডয়চে ভেলের সক্কলকে জানাই আন্তরিক শুভেচ্ছা৷ডা.সিদ্ধার্থ সরকার ও চৈতালী সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ৷

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব-এর পক্ষ থেকে কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ বিজয় দিবস উপলক্ষে আমরা মিরপুর ১০ নং কমিউনিটি সেন্টারে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা-র আয়োজন করেছি৷ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে ১০টি পুরস্কার প্রদান করা হবে৷ এছাড়া তাদের মাঝে মহান বিজয় দিবস এর তাৎপর্য তুলে ধরা হবে৷ বিজয়ের শুভেচ্ছাসহ, দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা,উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, আয়েশা বেগম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ি ৩৩৬, সেকশন-৭, রোড-২, মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ৷ 

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের ক্লাব বিশেষ অনুষ্ঠান করবে৷ সকালে দেশের গান দিয়ে অনুষ্ঠান শুরু করা হবে, তারপর বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যেমন খেলাধুলা, সাংস্কৃতিক পর্ব ইত্যাদি৷ বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হবে৷ খালিদ হাসান, ইয়ং স্টার রেডিও ক্লাব, আজমপুর, কুষ্টিয়া৷

আগামী ১৬ই ডিসেম্বর কর্ণফুলী আইডিয়াল লিসনার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী। ২০০০ সালের ১৬ই ডিসেম্বর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বড় অনুষ্ঠানের মাধ্যমে এই শ্রোতা ক্লাবের উদ্বোধন হয়েছিল। হাঁটি হাঁটি পা পা করে ক্লাবটি দশ বছরে পা দিচ্ছে। অনেক সাফল্য আর ব্যর্থতার মধ্য দিয়ে এ ক্লাবটি দশটি বছর অতিক্রম করেছে।
ক্লাব গঠনের পর ২০০২ সালে ডয়চে ভেলে থেকে রেজিষ্ট্রেশনভুক্ত হওয়ার পর একই বছর ডয়চে ভেলে থেকে কর্মমুখর ক্লাবের স্বীকৃতি অর্জন করি৷ একই বছর আবার চীনা বেতার থেকে শ্রেষ্ঠক্লাবের গৌরব অর্জন করি৷ পরের বছর ২০০৩ সালে ডয়চে ভেলে থেকে শ্রেষ্ঠক্লাবের সম্মানে ভূষিত করা হয়৷ এছাড়াও বিভিন্ন বেতার থেকে এ দশ বছরে বিভিন্ন পুরষ্কার অর্জন করেছি আমরা৷
২০০০ সালে ক্লাব গঠনের পর থেকে এলাকায় ডি-এক্স প্রর্দশনী, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, বৃক্ষ রোপণ অভিযান, জাতীয় টিকা দিবস কর্মসূচিতে অংশগ্রহণসহ ক্লাবের সাময়িকী ‘বেতার বিনোদন’এ প্রকাশ করেছিলাম৷ এ হলো কর্ণফুলী আইডিয়াল লিসনার্স ক্লাবের দশ বছরের সংক্ষিপ্ত পরিচয়৷ দিদারুল আলম সিকদার , সভাপতি, কর্ণফুলী আইডিয়া লিসনার্স ক্লাব,
সরফভাটা, রাঙ্গুনিয়া৷

আজকের তরতাজা বিশ্বসংবাদ, রিপোর্ট, পর্যালোচনা, সাক্ষাৎকার, খেলার খবর, জার্মানি ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সর্ম্পক নিয়ে সাক্ষাৎকার, বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ডয়চে ভেলের বিশেষ পরিবেশনায় সিআর দত্তের মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ার গল্প, হেল্থ লাইনে অরফ্যান ডিজিজ নিয়ে বিস্তারিত আলোচনা ও রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে, ‘দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না’ রবীন্দ্র সংগীতটি খুব ভাল লেগেছে৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ, আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

আমি আপনাদের নতুন শ্রোতা, আমি রেডিওর সাথে সাথে ইন্টারনেট-এ, বাংলা অনুষ্ঠান শুনি এবং ওয়েবসাইট দেখি৷ ডয়চে ভেলের ওয়েবসাইট আমার ভালো লাগে৷ বড়দিনের শুভেচ্ছা রইলো৷ তনুশ্রী অধিকারী, দত্তবারুতিয়া, মুর্শিদাবাদ৷

সম্প্রতি কানকুনে বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হলো৷ পরিবেশ বান্ধব বাড়ি নিয়ে রিপোর্টটি ঠিক সময়ে প্রচার করার জন্য ধন্যবাদ৷ তাপস নাথ, কলকাতা৷

রাত ৮টায় আমি ব্যস্ত থাকার কারণে এফএম অনুষ্ঠান শুনতে পারিনা তবে রাত সাড়ে ৯টায় মিডিয়াম ওয়েভে তেমন ভালো শোনা না গেলেও আমি নিয়মিত ঠিকই শুনি৷ মোঃ নাজমুল শাহ, গাইবান্ধা৷

বিজয় দিবস উপলক্ষে আপনাদের ধারাবাহিক পরিবেশনা খুব ভালো লাগছে আর এর মাধ্যমে অনেক অজানা কথা জানতে পারছি৷ সায়মন আহমেদ সুমন, কচুয়া সরদার পাড়া, গঙ্গাছড়া, রংপুর৷

যেসব অনুষ্ঠান ডয়চে ভেলে থেকে নিয়মিত উপহার পেয়ে আসছি তা কোন সমালোচনার অপেক্ষা রাখেনা৷ নিরপেক্ষ বিশ্বসংবাদসহ সবই আমাদের কাছে এক অমূল্য সম্পদ৷ ডয়চে ভেলে বর্তমানে এক সার্থক বেতার৷ যা আমাদের কাছে খুবই গর্বের ও আনন্দের৷ মোঃ হাফিজুর রহমান, চুপী, বর্ধমান৷