1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাল কার্পেট গুটিয়ে রেখে শুরু হল রোম ফিল্মোৎসব

৩০ অক্টোবর ২০১০

প্রতিবাদ, বিক্ষোভের মধ্যেই একটু বিলম্বিত আকারে শুরু হয়ে গেল রোম চলচ্চিত্র উত্সব৷ চলবে আগামী পাঁচ নভেম্বর পর্যন্ত৷ লাল কার্পেটকে পাশ কাটিয়ে গেলেন তারকারা৷ আর উত্সবের শুরুর ছবিটা ছিল নারীর ঈর্ষার কাহিনী নিয়ে ছবি লাস্ট নাইট

https://p.dw.com/p/PuLQ
রোম, চলচ্চিত্র, রেড কার্পেট, অভিনেতা, অভিনেত্রী, প্রতিবাদ, বিক্ষোভ, Rome, Film Festival, Red Carpet, Girls, Actress, Actor, Protest
রোমে এবারে আর এই লাল কার্পেটে সুন্দরীদের চরণ পড়ল নাছবি: AP

ইটালির অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে নির্দেশক, চিত্রনাট্যকার, সঙ্গীতকার সকলেই বিক্ষুব্ধ৷ কারণ সরকার চলচ্চিত্র শিল্পখাতে কোন পয়সাকড়ি দিচ্ছে না আর৷ ফলে এই শিল্পে ব্যাপক মন্দা৷ বিশেষ করে চলচ্চিত্রে৷ এর প্রতিবাদ জানাতে ইটালীয় চলচ্চিত্রের কলাকুশলীরা সকলেই বেছে নিয়েছিলেন রোম উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানকে৷ বিক্ষোভ এতটাই ছিল যে সচরাচর যেকোন ফিল্মোৎসবের উদ্বোধনে লাল কার্পেটের ওপর তারকাদের হেঁটে যাওয়ার গ্ল্যামারাস দৃশ্যটাই বাতিল করে দিতে হয়৷ উৎসবের শুরুর ছবির প্রদর্শনী শুরু হয় নির্ধারিত সময়ের দুই ঘন্টা পরে৷

বিক্ষোভকারীদের প্রতি অবশ্যি সহমর্মিতা জানিয়েছেন উত্সবের উদ্বোধনী ছবি লাস্ট নাইটের নির্দেশক ম্যাসি টাজেদিন৷ বলেছেন, ব্যাপারটা ঘোর অন্যায়৷ শিল্পীদের সমর্থনে লাল কার্পেট গুটিয়ে রাখছেন তাঁরা৷ ম্যাসি অবশ্য নিজের ছবি সম্পর্কে অনেক মন্তব্য করেছেন৷ তরুণী নির্দেশিকার মুখে শোনা গেছে, তাঁর এই ছবি আসলে নারীর ঈর্ষাকাতর চেহারারই এক বাস্তব প্রতিচ্ছবি৷ ছবির গল্প এক নারীর তার স্বামীর সহকর্মিণীর প্রতি ঈর্ষাকে ঘিরে গড়ে ওঠে৷

এবারের রোমে আরও বহুকিছুই দেখা যাবে৷ ফেলিনির সেই বিশ্ববন্দিত ধ্রুপদী সৃষ্টি ‘লা দোলচে ভিতা' ছবিটাকে ডিজিটাল মাস্টারিং করে এই উৎসবেই হাজির করা হচ্ছে৷ নামজাদা ব্রিটিশ ডিরেক্টর জিম লোচ-এর পুত্র কেন-এর প্রথম ছবি এবারের রোমেই প্রদর্শিত হবে৷ মানে প্রিমিয়ার৷ ছবির নাম ‘অরেন্জেস অ্যান্ড সানশাইন৷'

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম