1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লালচে ইটের আশায় মানুষ খুন!

২২ মার্চ ২০১০

ইটের রঙ লাল হচ্ছিল না৷ তাই খুশি নয় ইট ভাটার মালিক৷ ফলে ইট লাল করতে এক শ্রমিককে হত্যা করে তার মাথা চুল্লির মধ্যে দিয়ে দিল তারই সহকর্মীরা! এই প্রযুক্তির যুগেও এমনটাই ঘটেছে বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে৷

https://p.dw.com/p/MZ0U
ফাইল ফটোছবি: picture-alliance/dpa

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যেই ইট ভাটার চার শ্রমিককে আটক করেছে পুলিশ৷ গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, ইটের ভাটার মালিকের নির্দেশেই ২৬ বছর বয়সি এক সহকর্মীকে হত্যা করেছে তারা৷

এই প্রসঙ্গে স্থানীয় পুলিশ কর্মকর্তা গোলাম সারোয়ার ভূইয়া জানান, আটককৃতরা বলেছে পর্যাপ্ত তাপ দেয়া সত্ত্বেও ইটের রঙ লালচে হচ্ছিল না৷ ফলে সন্তুষ্ট ছিলনা মালিক৷ আর তখনই এক জ্যোতিষী তাদেরকে জানান, ইটের ভাটায় মানুষ বিসর্জন দিলে ইটের রঙ লাল হবে৷

সর্বশেষ খবর অনুযায়ী, ইটের ভাটার মালিককে খুঁজছে পুলিশ৷ তবে, জ্যোতিষীর কোন খবর এখনো পাওয়া যায়নি৷

প্রসঙ্গত, বাংলাদেশের গ্রামাঞ্চলে লাল ইটের চাহিদা বেশি৷ সাধারণ মানুষ মনে করে, লাল ইট বেশি মজবুত এবং দীর্ঘস্থায়ী৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারুক