1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী-প্রধান ভিডিও গেমস

উলরিকে ড্যোর / এসি১৬ নভেম্বর ২০১৩

পুরুষদের সৃষ্ট ভিডিও গেমের নায়িকারা যে একটু বাড়াবাড়ি রকম ‘সেক্সি’, অর্থাৎ যৌন আবেদনময়ী হয়ে থাকেন, সেটা মহিলা গ্রাহকদের ভালো নাও লাগতে পারে৷ মহিলা গেম ডিজাইনাররা সেই অভাবটাই পূর্ণ করতে চাইছেন৷

https://p.dw.com/p/1AIIg
ছবি: Fotolia/Kaarsten

''বাড়াবাড়ি রকম যৌবনবতী''

অসহায় নারী, সাহসী পুরুষেরা যাদের উদ্ধার করে থাকেন৷ নয়তো বাড়াবাড়ি রকম যৌবনবতী৷ এ সবই হল চলতি কম্পিউটার গেমগুলোতে মহিলাদের ছবি৷ মহিলাদের জন্য এ সব চরিত্র সৃষ্টি করা হয়নি৷ অথচ তারাও গেমস খেলে থাকেন৷

কর্নেলিয়া গেপার্ট ও তাঁর সতীর্থরা সেটাই বদলাতে চান৷ বার্লিনের ‘ইও-মাই-গেমস' কোম্পানিতে তাই ‘স্বাভাবিক' সব মহিলা চরিত্র সৃষ্টি করা হয়: সাদামাটা পোশাকের সাধারণ চেহারার মহিলা৷ গেম ডিজাইনার কর্নেলিয়া গেপার্ট বলেন, ‘‘আমাদের কোম্পানিতে অনেক মহিলা কাজ করেন, যারা মহিলা সংক্রান্ত প্রচলিত ধ্যানধারণায় ইন্ধন যোগাতে চান না৷ আমরা মহিলাদের ভালো ফিগার দেখাতে চাই না৷ আমরা সাধারণ মানুষজন দেখাতে চাই৷''

‘ব্রেভ লিটল বিস্টিজ' এ ধরনের একটি নতুন গেম৷ মাসখানেক যাবৎ গেমটি অনলাইনে পাওয়া যাচ্ছে৷ মহিলারাই বেশির ভাগ এই গেমটি খেলে থাকেন৷

মহিলা গেমার কিন্তু মহিলা গেম ডিজাইনার?

কম্পিউটার গেম খেলেন, এমন মহিলাদের সংখ্যা বিপুল৷ জার্মানিতে আড়াই কোটি গেমার-দের মধ্যে অর্ধেকই মহিলা৷ মহিলারা বিশেষ করে সোশ্যাল গেমসের ভক্ত, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার ভেতরে খেলা৷

‘গেমস মেকআপ'-এর মতো ওয়েব পোর্টাল শুধুমাত্র মহিলা গেমার এবং ডিজাইনারদের জন্য সৃষ্টি করা হয়েছে৷ তাদের একটি লক্ষ্য হল: মহিলা ডিজাইনার সংগ্রহ করা, কেননা ডিজাইনারদের মাত্র ২০ শতাংশ মহিলা৷ অথচ চাহিদা বিপুল৷

বার্লিনের ‘গেমস অ্যাকাডেমি'-তে মহিলা প্রশিক্ষণার্থীদের সংখ্যা বাড়ছে৷ তবুও ২০১২ সালের ব্যাচের মাত্র ২০ শতাংশ মহিলা৷ প্রশিক্ষক-অধ্যাপকরা ভেবে পান না, আরো বেশি মহিলারা গেম ডিজাইনে আগ্রহী নন কেন৷ প্রকল্প পরিচালক পাট্রিক লেয়ারমান বলেন, ‘‘এখানে যাবতীয় পুরনো কাসুন্দি ঘাঁটা যায়৷ গেমস ব্যাপারটা পুরুষদের এক্তিয়ারে কেন? তবে সেটা বদলাতে চলেছে, কেননা সমাজেও মনোভাবের পরিবর্তন ঘটেছে৷ আজ ক্রমেই আরো বেশি মহিলা গেমস খেলছেন৷ এই প্রজন্মের মহিলারা সদ্য আবিষ্কার করছেন যে, গেম ডিজাইন তাদের পক্ষেও একটি ইন্টারেস্টিং পেশা; পেশাটা শুধু কম্পিউটার পাগলদের জন্য নয়, আগে যে রকম ছিল৷''

চরিত্রগুলো আরো গভীর হচ্ছে'

লেয়ারমানের ছাত্রছাত্রীরা ‘ট্রুলি ইওর্স' নামের যে সর্বাধুনিক গেমটি বানিয়েছেন, তার ডিজাইনে মহিলাদের হাতের ছোঁয়া ও কল্পনাশক্তির স্পষ্ট প্রতিফলন দেখা যায়৷

গেমস অ্যাকাডেমি'-র ছাত্রী মিরিয়াম ইয়ুড-এর মন্তব্য হল, ‘‘কিছুদিন হল এমন সব গেম বেরচ্ছে, যেগুলোতে চরিত্রগুলো আরো গভীর হচ্ছে – কিন্তু তা এখনও যথেষ্ট নয় বলে আমাদের ধারণা৷ কাজেই আমরা এমন একটি গেম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি, যেখানে যা ঘটছে, গেমার তা ঠিকমতো অনুভব করতে পারবে৷''

মহিলাদের জন্য গেম তৈরি করতে হলে মহিলা ডিজাইনার লাগবে, সোশ্যাল গেমসের বাজারে নেতৃস্থানীয় ‘ভোগা' কোম্পানি সেটা অনেক আগেই বুঝেছে৷ ন্যান্সি ভুটকে বিশ্বব্যাপী সফল ‘‘ডায়ামন্ড ড্যাশ'' গেমটি ডিজাইন করেছেন৷ ন্যান্সি বলেন, ‘‘যদি ভাবা যায় যে, সারা বিশ্বে দশ লাখ মানুষ রোজ আমার গেমটা খেলে, তাহলে সেটা একটা দারুণ ব্যাপার৷''

বার্লিনের সংস্থাটির মোট ২৮০ জন কর্মীর এক-তৃতীয়াংশ মহিলা৷ ভোগা-র শার্লটে ফোয়রবেক এই শিল্পে হাতে-গোনা-যায়, এমন কয়েকজন মহিলা-প্রোগ্রামারদের মধ্যে পড়েন৷ তিনি নিজেকে তাঁর পুরুষ সহকর্মীদের সম্পূর্ণ বিপরীত বলে মনে করেন, ‘‘ব্যক্তিগতভাবে আমার কাছে সার্বিক যোগাযোগগুলো দেখাটা গুরুত্বপূর্ণ৷ আমি শুধু আমার কাজের প্রযুক্তিগত দিক, আমার কোডটা ঠিকমতো শেষ করার উপর জোর দিই না – আমার কাজের সার্বিক আঙ্গিকটা যাতে অর্থপূর্ণ এবং মঙ্গলজনক হয়, সেটাই দেখার চেষ্টা করি৷''

তা বলে মারপিট থাকবে না?

ভোগা-র ডিজিটাল জগত একটা মিষ্টি ব্যাপার, সেখানে মারামারি নেই৷ ‘‘ইও-মাই-গেমস''-এর কর্নেলিয়া গেপার্ট সেটাও বাদ দিতে রাজি নন: ‘‘আমি নিজে একজন গেমার এবং আমি যুদ্ধ বা মারামারির গেম খেলতে ভালোবাসি৷ জাম্প অ্যান্ড রানস খেলি৷ আবার ফার্মভিলও খেলি৷''

‘ব্রেভ লিটল বিস্টিজ'-এ গেমাররা ছোট ছোট বামন-দৈত্যদের খাইয়ে-পরিয়ে বড় করতে পারে, আবার তাদের দিয়ে যুদ্ধও করাতে পারে৷ এই সংমিশ্রণ দিয়ে কর্নেলিয়া স্ত্রী বা পুরুষ গেমার, সকলেরই মন জয় করতে চান৷ কর্নেলিয়া বলেন, ‘‘যারা বামন পালন করে আর যারা যুদ্ধ করায়, তাদের পরিসংখ্যান বলে, প্রতিপালকদের ক্ষেত্রে মহিলারাই ভালো করেন; যোদ্ধাদের ক্ষেত্রে পুরুষরা – কিন্তু উভয় পক্ষই খেলে খুব মজা পায়৷''

সংখ্যায় খুব বেশি না হলেও, মহিলারা গেমস শিল্পে একটা বড় সংযোজন৷ তাদের কল্যাণে ভবিষ্যতে কম্পিউটার গেমগুলিতে অনেক কিছু বদলাবে৷

প্রিয় পাঠক, আপনি কি কম্পিউটার গেম খেলেন? আপনার কাছে এটি কি সময়ের অপচয় নাকি বিনোদনের অংশ? ফেসবুকে মন্তব্য করুন #অন্বেষণ অথবা #Onneshon হ্যাশট্যাগ ব্যবহার করে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য