1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডন বোমা হামলার পাঁচ বছর পূর্তি

৭ জুলাই ২০১০

২০০৫ সালের সেভেন/সেভেন বোমা হামলা লন্ডনের পরিবহন ব্যবস্থাকে একরকম নাড়িয়ে দিয়েছিল৷ আজ হামলার পাঁচ বছর পূর্তিতে, নিহতদের পরিবার ও বেঁচে যাওয়া যাত্রীরা বিভিন্ন প্রার্থনার মাধ্যমে দিনটিকে স্মরণ করছেন৷

https://p.dw.com/p/OCPg
প্রিয়জনের প্রতি সম্মান জানাতে অনেকেই নিয়ে যান ফুলছবি: AP

৭ই জুলাই ২০০৫৷ লন্ডন৷ আজ থেকে ঠিক পাঁচ বছর আগে, সকাল ৮টা বেজে ৫০ মিনিটে শহরের তিন-তিনটি পাতাল রেল স্টেশন এবং একটি দ্বিতল বাসে বোমা হামলা চালানো হয়৷ ৯/১১-এর পর, পশ্চিমা বিশ্বের ওপর এটা ছিল বড় রকমের এক পরিকল্পিত জঙ্গি হামলা৷ যাতে মোট ৫২ জন যাত্রী নিহত হয়৷ নিহত হয় হামলাকারী চার ব্রিটিশ মুসলমান নাগরিকও৷

তাই এই দীর্ঘ পাঁচ বছর পরও, হামলায় বেঁচে যাওয়া যাত্রী ও নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থল, অর্থাৎ রাসেল স্কয়ার, অল্ডগেট, এজওয়ার রোড ও টাভিস্টক স্কয়ার পরিদর্শন করেন৷ প্রিয়জনের প্রতি সম্মান জানাতে অনেকেই সেখানে নিয়ে যান ফুল৷ স্বজনদের কথা ভেবে অনেকেই ভেঙে পড়েন কান্নায়৷ কেউ কেউ আবার শ্রদ্ধায় মাথা নীচু করে নীরবতা পালন করেন৷

No Flash London Terroranschläge Bus 7.7.2005 Jahrestag
২০০৫ সালের সেভেন/সেভেন বোমা হামলার পরছবি: picture alliance / empics

কিংস ক্রস স্টেশনে সন্তান হারানো এক মা নাম প্রকাশ না করার শর্তে বলেন যে, সেদিনের সেই ঘটনার পরও কিন্তু শহরের নিরাপত্তা ব্যবস্থার তেমন কোন উন্নতি হয়নি৷ বরং কোনো কোনো ক্ষেত্রে আরো অবনতি ঘটেছে৷ এছাড়া, এতোগুলো বছর পরও নিহতদের বেশ কয়েকটি পরিবার ও আহত প্রায় ৭০০ জনের মধ্যে অনেকেই ক্ষতিপূরণ পায় নি৷

এখানেই শেষ নয়৷ কারণ হামলার মাত্র দুসপ্তাহ পর, অর্থাৎ ২১শে জুলাই, শহরের পরিবহন ব্যবস্থার ওপর আরেকটি হামলার চেষ্টা চালায় সন্দেহভাজন আল-কায়েদা সমর্থক একটি চক্র৷ আর এ ঘটনার রেশ ধরেই ২০০৮ সালে পাঁচ জনকে সাত থেকে ১৭ বছরের কারাদণ্ড দেয় ব্রিটিশ আদালত৷ তবে ব্রিটেনের ওপর সন্ত্রাসবাদের হুমকি থেকে গেছে এখনও৷ জানিয়েছেন ব্রিটিশ নিরাপত্তা সার্ভিসের এক উচ্চপদস্থ কর্মকর্তা৷ সন্দেহভাজন সন্ত্রাসীদের সংখ্যাও বেড়ে গেছে বলে জানিয়েছেন তিনি৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক