1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোজার বাজার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

১২ আগস্ট ২০১০

রমজানের প্রথম দিনেই ইফতারির বাজার জমে উঠেছে৷ তবে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া৷ কেউ বলছেন, দাম বেশি৷ কারো মতে, তা সহনীয় পর্যায়েই আছে৷

https://p.dw.com/p/Om2G
রমজানের প্রথম দিনেই জমে উঠেছে ইফতারির বাজারছবি: AP

বাংলাদেশে রোজা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে৷ মুখরোচক আর বাহারি ইফতারির পসরা সাজিয়েছেন ঢাকার দোকানিরা৷ আর যে যার সাধ্য মতো কিনেছেন ইফতার৷ কারো কারো কাছে ইফতারির বাজার একটু চড়াই মনে হয়েছে৷ ইফতারিতে ফলের চাহিদা বরাবরের মধ্যেই বেশি৷ আর ডাব যেন এর প্রধান অঙ্গ৷ তাই দাম বেশি হলেও অনেকেই তা কিনেছেন৷ চাহিদা দেখা গেছে দেশি ফলেরও৷ তবে দামটা ছাড়িয়ে গেছে বিদেশি ফলকেও৷

Flash-Galerie Ramadan
রাজধানীর মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসলমানদের ভিড় লক্ষ করা গেছেছবি: picture-alliance/ dpa

রমজানে মাছ, মাংস আর শাক-সবজির বাজার নিয়েও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া৷ কেউ বলছেন, প্রথম রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আগে যেমন চড়া থাকত, এবার তেমনটা দেখা যায়নি৷ আবার কেউ বলছেন, তাদের কাছে দাম চড়াই মনে হচ্ছে৷ পিঁয়াজ, কাঁচা মরিচ আর বেগুনের দাম বরাবরের মতোই রোজা এলে বেড়ে যায়৷

প্রথম রোজায় রাজধানীর মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসলমানদের বেশ ভিড় লক্ষ করা গেছে৷ মুসল্লিদের সমাগম বেশি৷ সব মিলিয়ে বাংলাদেশে রমজানের প্রথম দিন কেটে গেল ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: মনিরুল ইসলাম