1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন জোসে মোরিনিয়ো

১৮ মে ২০১০

রেয়াল মাদ্রিদ ছাড়তে হচ্ছে কোচ মানুয়েল পেলেগ্রিনিকে৷ আর তাঁর জায়গায়, দায়িত্ব নিচ্ছেন ইন্টার মিলান কোচ জোসে মোরিনিয়ো৷ এমনই খবর দিচ্ছে বিভিন্ন সংবাদ সংস্থা৷ মোরিনিয়ো অবশ্য একে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন৷

https://p.dw.com/p/NR1X
‘এটা এখনও বহু দূরের ব্যাপার' – মোরিনিয়োছবি: AP

‘এটা এখনও বহু দূরের ব্যাপার৷' – মোরিনিয়ো বার বার এ কথা বললেও, মঙ্গলবার খেলা বিষয়ক দৈনিক ‘মার্সা' জানিয়েছে যে, আগামীকাল, অর্থাৎ বুধবারই চিলির পেলেগ্রিনিকে পদচ্যুত করা হবে৷ শুধু তাই নয়, পেলেগ্রিনি'র প্রাপ্য চার মিলিয়ন ইউরোও দিয়ে দেওয়া হবে তাঁকে৷

এদিকে, নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হলেও তাঁর সঙ্গে রেয়ালের এক বছরের চুক্তি আছে বলে জানিয়েছেন পেলেগ্রিনি৷ তবে তার পরও যদি ‘সবাই মনে করে আমি ব্যর্থ', তাহলে অন্য রকম কিছু হতে পারে বলে জানিয়েছেন তিনি৷

অন্যদিকে, মোরিনিয়ো'র ‘রেয়াল কানেকশন'-এর কথা ইন্টার সভাপতি মাসিমো মোরাত্তিরও কানে গেছে৷ আর মোরিনিয়ো জানিয়েছেন, ‘‘আমি এতোটা স্বার্থপর নই যে, এই মুহূর্তে নিজের কথা ভাববো৷ আমার সব ভাবনা এখন ইন্টার মিলান আর দলের ফুটবলারদের ঘিরে৷'' তাঁর কথায়, ‘‘আসলে ইতালিকে নিজের বাড়ি বলে আমার কখনই মনে হয় নি৷ তাই এখানে কাজ করা সহজ হবে না৷'' সুতরাং, কাল যাই হোক না কেন, বায়ার্ন মিউনিখ-এর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের জন্য নিজের দলকে প্রস্তুত করতেই এ মুহূর্তে ব্যস্ত এই পর্তুগিজ কোচ৷

উল্লেখ্য, জোসে মোরিনিয়োই বিশ্বে সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত ফুটবল প্রশিক্ষক৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: সঞ্জীব বর্মন