1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেলস্টেশনে এ দৃশ্য কখনও দেখেছেন?

১৭ মার্চ ২০১৭

নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি এলাকায় মঙ্গলবার প্রচণ্ড তুষারঝড় বয়ে যায়৷ ফলে বেশিরভাগ জায়গা তুষারাবৃত হয়ে পড়েছিল৷ কোনো কোনো এলাকার রেললাইনের উপর কয়েক ইঞ্চি উঁচু তুষার জমা হয়েছিল৷

https://p.dw.com/p/2ZNQY
New York City Eröffnung von drei neuen U-Bahn-Stationen
ছবি: picture-alliance/AP Photo/C. Ruttle

নিউ ইয়র্কের রাইনক্লিফ স্টেশনের রেললাইনেও একই অবস্থা হয়েছিল৷ তবে ট্রেন চলছিল৷ কিন্তু লাইনে বরফ থাকায় ট্রেন চলার সময় সেগুলো চারপাশে ছিটকে পড়ছিল৷ স্টেশনে থাকা অনেক যাত্রী তাঁদের স্মার্টফোনে সেই দৃশ্যের ভিডিও ধারণ করেন৷ পরে সেগুলো বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার হলে ভাইরাল হয়ে যায়৷ বিশেষ করে নিক কলভিন নামে একজন একটি ভিডিও ইউটিউবে শেয়ার করলে সেটি এখন পর্যন্ত প্রায় অর্ধকোটিবার দেখা হয়েছে৷

কলভিনের ভিডিওটি টুইটারেও শেয়ার করেছেন অনেকে৷ যেমন টম ফর্নেলি এটি শেয়ার করে লিখেছেন, ‘দেখতে দারুন লাগলো৷'

জেডএইচ/ডিজি (এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান