1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেফারি ছিল রেয়ালের বিপক্ষে: মরিনহো

২৫ মার্চ ২০১৪

রবিবার শেষ রাতে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদের খেলাটা নিশ্চয়ই ফুটবল ভক্তদের কেউই মিস করেননি৷ বার্সার জন্য সেই ম্যাচটি ছিল অন্যতম স্মরণীয় একটি ম্যাচ৷ মেসির হ্যাটট্রিকে ৪-৩ গোলের রোমাঞ্চকর এক জয় পেয়েছে তারা৷

https://p.dw.com/p/1BUxH
ক্লাসিকোয় গোলের রেকর্ড এখন মেসির দখলেছবি: Pierre-Philippe Marcou/AFP/Getty Images

এর অর্থ, এই জয়ের ফলে শিরোপা লড়াইয়ে ভালোভাবেই ফিরে এলো বর্তমান চ্যাম্পিয়নরা৷ লাল কার্ড-হলুদ কার্ডের ছড়াছড়ি, পেনাল্টি – ক্লাসিকোর রোমাঞ্চকর লড়াইয়ের সব অনুসঙ্গই ছিল এই ম্যাচে৷ মূল্যবান এই জয়ে বার্সার পয়েন্ট দাঁড়ালো ৬৯৷ রেয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ – দুই দলেরই পয়েন্ট ৭০৷ তবে ‘লা লিগা'-র নিয়ম অনুযায়ী মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে আছে অ্যাটলেটিকোই৷ রবিবারই তারা ২-০ গোলে হারিয়েছে রেয়াল বেতিসকে৷

Jose Mourinho
রেয়ালের সাবেক কোচ মরিনহো মনে করেন, রেফারি রেয়ালের বিপক্ষে ছিলছবি: AFP/Getty Images

রোনাল্ডোর বক্তব্য

বার্সার সাথে হারার পর রেয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘বিশ্বের সবচেয়ে বড় ক্লাব রেয়াল মাদ্রিদ এবং এটাই মানুষের মধ্যে একটা হিংসার ভাব ফুটিয়ে তুলেছে৷ সবাই চায় না যাতে এই লিগ আমরা জিতি৷ এত বড় একটা ম্যাচের ভার নিতে পারেননি রেফারি, তিনি এই ম্যাচের জন্য যথার্থ ছিলেন না৷ রেফারি নার্ভাস ছিলেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি৷''

গোলের পর পরই নিজেদের মধ্যে ঠোকাঠুকি করে মাটিতে ছিটকে পড়ায় সেস ফাব্রেগাস ও পেপেকে হলুদ কার্ড দেখান রেফারি৷ আর ৬৩ মিনিটে মেসির বাড়ানো পাস ধরে গোলমুখে ছুটে যাওয়া নেইমারকে ফেলে দিয়ে লালকার্ড দেখেন সার্জিও রামোস৷

Südafrika WM 2010 Fußball Niederlande gegen Slowakei Flash-Galerie
রেফারি আলবার্তো উনদিয়ানো (ফাইল ছবি)ছবি: AP

মেসি ম্যাজিক

মাদ্রিদের বিপক্ষে জয়টা আসলে এনে দিয়েছেন লিওনেল মেসি৷ ক্যারিয়ারের ২৬তম হ্যাট্রিক করে স্প্যানিশ লিগে গোলের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৬ এ৷ ২৫২টি গোল নিয়ে মেসির সামনে আছেন কেবল অ্যাটলেটিকো বিলবাও-এর কিংবদন্তি টেলমো সাররা৷

মেসি বলেন, ‘‘আমরা শেষ ম্যাচ পর্যন্ত এভাবেই লড়ে যাব৷ আর মাত্র কয়েকটা ম্যাচ বাকি এবং আমরা কোনো ছোটখাটো ভুল করতে চাই না৷'' ২১টি গোল করে ক্লাসিকোর ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতা মেসি৷

মিশন পসিবল

Classico Ronaldo Messi Real Madrid vs Barcelona
ক্লাসিকোয় গোলের রেকর্ড এখন মেসির দখলেছবি: Pierre-Philippe Marcou/AFP/Getty Images

অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য মিশনটা খুব সরল, ‘জিতলেই শিরোপা তাদের'৷ মাত্র ৯টি ম্যাচ জিতলেই তারা লিগের শিরোপা জিততে পারে৷ ১৯৯৬-৯৭ মৌসুমের পর এটাই হতে তাদের প্রথম শিরোপা৷

ভিন্ন পন্থা

রেয়ালের সাবেক কোচ হোসে মরিনহো রোনাল্ডোর মতো একই কথা বলেছেন৷ তাঁর মতে রেফারি ছিল রেয়ালের বিপক্ষে, যে কারণে ১০ খেলোয়াড় নিয়ে খেলতে বাধ্য হয়েছে রেয়াল এবং এটাই তাদের হারার কারণ৷ আর বর্তমান কোচ কার্লো আনচেলোত্তি বলেছেন, ‘‘এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত পরের প্রত্যেকটি ম্যাচ জেতা৷''

বার্সোলোনার শক্তি

মেসি বলেন, ‘‘বার্সা এমন একটি টিম, যখন দায়িত্ব নেয়ার দরকার হয় তখন প্রাণপণ লড়াই করে৷ তবে আমাদের এই লড়াই অব্যাহত রাখতে হবে৷ কেবল এই জয় নিয়ে খুশি থাকলেই চলবে না৷ আমাদের এই জয়ের কথা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে৷''

এপিবি/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য