1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেফারির সাজ-সরঞ্জাম আসছে জার্মানি থেকে

১০ জুন ২০১০

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার বিভিন্ন খেলা চলাকালে রেফারি খেলার মাঠে আইন ভঙ্গের জন্য খেলোয়াড়দের যখন কার্ড দেখাবেন, তখন জার্মানির ভিনফ্রিড বাজের গর্ব বোধ করবেন৷

https://p.dw.com/p/NmjE
সরঞ্জাম ছাড়া রেফারির কাজ করা কঠিনছবি: AP

কারণ তাঁর কোম্পানি টুর্নামেন্টে রেফারির বিভিন্ন সাজ-সরঞ্জাম সরবরাহ করেছে৷

বাজের-এর কোম্পানি বিডি আলত্সয়েক স্পর্টআর্টিকেল-এর অবস্থান জার্মানির রাইনলান্ড পালাটিনেট রাজ্যের ট্রেশ্টিংহাউজেন নামক একটি শহরে৷ উজ্জ্বল হলুদ ও লাল কার্ড ছাড়াও কোম্পানিটি দক্ষিণ আফ্রিকায় বিশ্ব কাপ উপলক্ষ্যে সরবরাহ করেছে বাঁশি ও ম্যাচ নোটপ্যাড৷ তিনি বলেন, তাঁর সরবরাহকৃত সাজ-সরঞ্জামের ওপর আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা আস্থা রাখতে পারে৷ উল্লেখ্য, ভিনিফ্রিড বাজের ছিলেন জার্মান ফুটবললিগ বুন্ডেলিগার একজন লাইন্সম্যান৷ ৬৭ বছর বয়সি বাজের অ্যামেচার লিগের আনুমানিক ১০০ খেলার লাইন্সম্যান ছিলেন৷ এবার বিশ্বকাপ প্রতিযোগিতায় জার্মানির একমাত্র রেফারি হচ্ছেন ভল্ফগাং স্টার্ক৷

বাজের এর কোম্পানি ১৯৭৮ সাল থেকে বিশ্ব ও ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতায় বিভিন্ন সাজ-সরঞ্জাম সরবরাহ করে আসছে৷ জার্মানিতে অনুষ্ঠিত দুই হাজার ছয় সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার বিভিন্ন খেলার জন্য প্রয়োজনীয় সব ধরনের সাজ-সরঞ্জাম সরবরাহ করেছিল তাঁর কোম্পানি৷ এগুলোর মধ্যে ছিল গোল পোস্ট, কর্নার পতাকা, অতিরিক্ত খেলোয়াড়দের বসার বেঞ্চ৷ তিনি জানান, এবার অবশ্য আমরা বড় ধরনের কোন সরঞ্জাম সরবরাহের চেষ্টা করি নি দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ সংগঠকদের অর্থনৈতিক সমস্যার কারণে৷ তবে ২০১১ সালে জার্মানিতে অনুষ্ঠেয় মহিলাদের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার জন্য বিরাট অংকের অর্ডার লাভের প্রচেষ্টা করবে তাঁর কোম্পানি৷

প্রতিবেদন : আবদুস সাত্তার
সম্পাদনা : দেবারতি গুহ