1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেকর্ড গড়েই চলেছে বাংলাদেশের ‘অপরাধী'

১৪ জুন ২০১৮

একের পর এক রেকর্ড ভেঙে চলেছে বাংলাদেশের তরুণ শিল্পী আরমান আলিফের গান ‘অপরাধী'৷ গানটি ইউটিউবে ইতিমধ্যে দেখা হয়েছে ৬ কোটি ২০ লক্ষ বার!

https://p.dw.com/p/2zWHa
Youtube Screenshot Oporadhi | Ankur Mahamud Feat Arman Alif | Bangla New Song 2018 | Official Video
ছবি: Youtube/Eagle Music

খুব কম বাজেটের মিউজিক ভিডিও দিয়েই কলেজ পড়ুয়া আরমান আলিফ এখন বড় তারকা৷ গণমাধ্যমে এখন তাঁর সাক্ষাৎকার প্রচারের ধুম৷ ইউটিউবের গ্লোবাল চার্টে তর তর করে ওপরে উঠছে তাঁর গাওয়া ‘অপরাধী' শীর্ষক গানটি৷ বাংলাদেশের ইউটিউব ইতিহাসের অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে এ গান৷ গ্লোবাল র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ১০০টি গানের মধ্যে ঢুকেছিল আগেই৷ এখনো চলছে অগ্রযাত্রা৷ ইউটিউবে ৬ কোটি ২০ লক্ষ বার দেখা হয়ে যাওয়ার পর একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে সবার মনে– কোথায় গিয়ে থামবে ‘অপরাধী'?

জনপ্রিয়তায় কোন উচ্চতায় উঠবে তা জানার কৌতূহল যেমন বাড়ছে, তেমনি বাড়ছে আর কতজনের কণ্ঠে শোনা যাবে তা দেখার আগ্রহ৷

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় বাংলাদেশ দলের ক্রিকেটারা উজ্জীবিত হওয়ার চেষ্টা করেছেন এই গান গেয়ে৷

তারপরও অবশ্য মাঠে দেখা যায়নি উজ্জীবিত সাকিব বাহিনীকে৷ সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ায় নাচে-গানে ভরপুর আনন্দের সেই মুহূর্তগুলো এখন নিশ্চয়ই ভুলতে চাইবেন তাঁরা৷

তবে অন্যদের জন্য আরমান আলিফের ‘অপরাধী' যেন সৌভাগ্যের প্রসূতি৷ কথা একটু বদলে নিয়ে ঘরে বসে এই গান গেয়েই টুম্পা খান এখন জনপ্রিয় সংগীত তারকা৷ এতদিন যাঁকে কেউ প্রায় চিনতোই না, সেই টুম্পা ইতিমধ্যে প্লে-ব্যাকেরও সুযোগ পেয়েছেন৷ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার এমন সুযোগ রাতারাতি ক'জনের ভাগ্যে জোটে!

শুধু যে অখ্যাতরাই গাইছেন, তা কিন্তু নয়৷ বিনোদন জগতে সুপরিচিতদের মাঝেও শুরু হয়েছে এই হিড়িক৷ সম্প্রতি এই প্রজন্মের পাঁচ মডেল-অভিনেত্রী তাসনুভা এলভিন, আইরিন আফরোজ, পুনম হাসান জুঁই, সামিরা খান মাহি এবং বারিশ হকের কণ্ঠেও শোনা গেছে এই গান৷

অনেকে মনে করেন, গানের প্রকৃত শিল্পী আরমান আলীর চেয়ে অন্যদেরই বেশি তুলে ধরছে সংবাদমাধ্যম৷ এক সাক্ষাৎকারে আরমান অবশ্য বলেছেন, তাতে কোনো আক্ষেপ নেই তাঁর৷

এসিবি/ডিজি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান