1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রাইমিয়ায় গণভোট শেষ

১৭ মার্চ ২০১৪

ক্রাইমিয়ায় বহুল আলোচিত গণভোট শেষ৷ গণভোটে প্রত্যাশিতভাবে রুশ ফেডারেশনে যোগ দেয়ার রায়ই দিয়েছে ক্রাইমিয়ার জনগণ৷ ভোটে অংশ নিয়েছেন ৮৩ ভাগ ভোটার৷ এর মধ্যে ৯৬ দশমিক ৮ ভাগ জানান, তাঁরা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে৷

https://p.dw.com/p/1BQnw
Simferopol Referendum Krim Ukraine Russland Konflikt Krise 2014
ছবি: Reuters

ক্রাইমিয়ায় এখন আনন্দ মিছিল চলছে৷ বর্ণিল পোশাক পরে নেচে-গেয়ে আনন্দ করতে করতে অনেকে বলছেন, ‘‘আমরা দখলমুক্ত হয়েছি'', ‘‘ক্রাইমিয়ার সঙ্গে ইউক্রেন এতদিন আলুর বস্তার মতো আটকে ছিল৷'' কিন্তু ক্রাইমিয়ার সাধারণ মানুষ ইউক্রেন থেকে আলাদা হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে উল্লসিত হলেও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তাতে ক্ষুব্ধ৷ রবিবার, অর্থাৎ ক্রাইমিয়ায় গণভোটের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ সংক্ষিপ্ত কথোপকথনের মূল উদ্দেশ্য ছিল, যুক্তরাষ্ট্র এবং ‘বিশ্বসম্প্রদায়' যে রাশিয়াসমর্থিত এ গণভোট মেনে নেবে না – এ কথা জানানো৷

এদিকে সোমবার টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে গণভোটের ফলাফল ঘোষণা করার সময় নির্বাচন কমিশনের প্রধান মিখাইল মালিশেভ জানান, গণভোট সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, ভোট নিয়ে একটা অভিযোগও কেউ করেননি৷ তবে ইউক্রেনের অন্তর্বর্তীকালীন সরকার মনে করে এ গণভোট নিতান্তই একটি ‘সার্কাস' এবং রুশ সৈন্যদের বন্দুকের নলের মুখে আয়োজিত এ ভোটে প্রকৃত জনমত প্রকাশ পায়নি৷

খুব গুরুত্বপূর্ণ দুটি বৈঠক হচ্ছে সোমবার৷ ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় বসছেন ব্রাসেলসে৷ তাঁদের আলোচনার বিষয় ক্রাইমিয়াকে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করায় ভূমিকা রাখার কারণে রাশিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করা৷ আরেকটি বৈঠক হবে ক্রাইমিয়ায়৷ সেখানকার সংসদ এক বিশেষ অধিবেশনে রাশিয়ার প্রতি ক্রাইমিয়াকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করার আহ্বান জানাবে বলে জানা গেছে৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য