1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিবেরি খেলছেন বায়ার্ন মিউনিখের সেমিফাইনালে

২১ এপ্রিল ২০১০

জার্মান ফুটবলের শীর্ষ দল বায়ার্ন মিউনিখ আজ বুধবার, মিউনিখের মাঠেই নামছে ফ্রান্সের অলিম্পিক লিয়ঁ দলের বিরুদ্ধে৷ চ্যাম্পিয়ন্স লিগের আর একটি সেমিফাইনাল৷ এবং মিউনিখ ভালভাবেই প্রস্তুত৷

https://p.dw.com/p/N28X
বায়ার্ন মিউনিখ দলের স্টার মিডফিল্ডার ফ্রাংক রিবেরিছবি: picture-alliance/ dpa

কিন্তু গোল বেধেছে দলের স্টার মিডফিল্ডার ফ্রাংক রিবেরি'কে নিয়ে৷ এক অপ্রাপ্তবয়স্ক কলগার্ল সংক্রান্ত কেলেঙ্কারির সঙ্গে তাঁর নাম যুক্ত হয়ে পড়ায় ট্যাবলয়েড পত্রিকাগুলো সরব৷ ঠিক চ্যাম্পিয়ন্স লিগের এরকম গুরুত্বপূর্ণ খেলার আগে রিবেরি'কে নিয়ে শোরগোল দলের কাম্য নয় মোটেও৷ তবে আপাতত এসব পাত্তা দিতে রাজি নন কোচ লুইস ফান গাল৷ মাঝে রিবেরি টপফর্মে না থাকায় ফান গাল খুব একটা খুশি ছিলেননা৷ কিন্তু লিয়ঁ'র সঙ্গে সেমিফাইনালের এই প্রথম ম্যাচের আগে তাঁর মুখ থেকে বেরিয়েছে স্পষ্ট প্রশংসা৷ তিনি মনে করেন, রিবেরির ফর্ম প্রতিটি খেলায় বাড়ছে৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ সব গোলে ভূমিকা থাকছে তাঁর৷ ফলে ফরাসি দল লিয়ঁ'র বিরুদ্ধে ফরাসি জাতীয় ফুটবল দলের সদস্য রিবেরি যে বায়ার্ন'এর হয়ে খেলছেন, এটা নিশ্চিত৷ শুধু তাইনা, ২৭ বছর বয়সি রিবেরির স্ত্রী ওয়াহিবা মিউনিখের আলিয়ানৎস আরোনা স্টেডিয়ামে উপস্থিত থাকছেন এই সেমি ফাইনালের খেলায়৷ স্বামীর প্রতি সংহতি প্রকাশ করতে৷

মঙ্গলবার দলের সঙ্গে ট্রেনিং নিতেও দেখা গেছে রিবেরিকে৷ সপ্তাহান্তে বুন্ডেসলিগার খেলায় হানোফার দলকে ৭:০ গোলে একেবারে ধসিয়ে দেবার পর বায়ার্নের মনোবল এখন তুঙ্গে৷ কেননা বুন্ডেসলিগার পয়েন্ট তালিকায় তাঁর শীর্ষ স্থান এখন৷ তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের এই খেলায় খেলতে পারবেননা ক্যাপ্টেন মার্ক ফান বমেল আর ডিফেন্ডার হলগার বাডস্টুবার৷ দুজনেই হলুদ কার্ডের কারণে বসে থাকবেন৷

লিয়ঁ'র জন্য এটা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমি ফাইনাল৷ কোচ ক্লোদ পুয়েল একটু উদ্বিগ্ন কেননা দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট পাওয়ার জন্য খেলতে পারবেননা৷ স্ট্রাইকার লিসান্দ্রো লোপেজ সামান্য চোট পেয়েছিলেন৷ তবে তিনি বায়ার্ন'এর বিরুদ্ধে খেলতে পারবেন বলে মনে করছেন তিনি৷ বায়ার্ন'এর অবস্থানটা দেখেশুনে মনে হচ্ছে বেশ ভাল৷ তবে কিনা খেলন পরিচয়তে৷

প্রতিবেদক : আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা : সঞ্জীব বর্মন