1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিকি পন্টিং এর অধিনায়কত্ব ছেড়ে দেওয়া নিয়ে প্রতিক্রিয়া

২৯ মার্চ ২০১১

মঙ্গলবার অস্ট্রেলিয়া দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রিকি পন্টিং৷ সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার পরাজয়ের পর থেকে বেশ চাপে ছিলেন তিনি৷

https://p.dw.com/p/10jUu
বিশ্বকাপে পরাজয়ের পর অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন পন্টিংছবি: UNI

তবে ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যাবার আশা ব্যক্ত করেন পন্টিং৷

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন পন্টিং এর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর৷ প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেছেন, ‘‘ব্র্যাডম্যানের পর রিকি পন্টিং আমাদের সেরা ব্যাটসম্যান৷ আমি মনে করি তিনি তাঁর জীবনের ভারসাম্য রক্ষার জন্য যে ধরণের সিদ্ধান্তই নিক না কেন তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে৷''

Flash-Galerie Ricky Ponting
ব্র্যাডম্যানের পর রিকি পন্টিং আমাদের সেরা ব্যাটসম্যান: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীছবি: AP

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বর্ডার বলেছেন, রিকি পন্টিং এর মতো দক্ষ একজন খোলোয়াড়ের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত দুঃখজনক ব্যাপার৷ আমার মনে হয়েছিল অধিনায়কত্বের বিষয়টি সম্প্রতি তাঁর মনে বোঝা হয়ে দাঁড়িয়েছিল৷ আসলে আগামী বছরগুলোতে আরও ভালো খেলার জন্য তিনি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন৷ আমি মনে করি, তিনি এখনও আমাদের সেরা খেলোয়াড় এবং অস্ট্রেলিয়ান দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সেই ক্ষমতা তাঁর রয়েছে৷

অস্ট্রেলিয়া দলের সাবেক অল রাউন্ডার ব্র্যানডন জুলিয়ান বলেছেন, ‘‘আমি ঠিক স্মরণ করতে পারিনা শেষ কবে অস্ট্রেলিয়া দলের কোন অধিনায়ক অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন, অথচ দলে খেলে গেছেন৷ আমি মনে করি, দলের মধ্যে সাবেক অধিনায়ক থাকলে মাইকেল ক্লার্ক এর জন্য অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করাটা কঠিন হবে৷''

অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ও ওয়ান-ডে ব্যাটসম্যান মার্ক ওয়া রিকি পন্টিং সম্পর্কে বলেন, ‘‘তিনি এমন একজন খেলোয়াড়, যিনি সবসময় নিজের আগে দলকে রাখতেন৷ তিনি যদি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন না করে কেবল খেলোয়াড় হয়ে দলে থাকতে চান, ক্ষতি কী? এরকম উদাহরণ আমাদের কাছে আরও আছে৷'' ভারতের শচীন তেন্ডুলকরের কথা উল্লেখ করে তিনি বলেন, শচীন তেন্ডুলকরের সম্ভবত তাঁর ক্যারিয়ারের সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন৷ রিকি পন্টিং এর এখনও তেমন বয়স হয়নি৷ তিনি দলে থেকে নতুন খেলোয়াড়দের গড়ে তুলতে বরং মাইকেল ক্লার্ককে সহযোগিতা করতে পারবেন এবং এই ধরণের অনেক প্রস্তাবও তিনি পেয়েছেন৷

ক্রিকেট অস্ট্রেলিয়া'র ক্রিকেট বিভাগের মহাব্যবস্থাপক মাইকেল ব্রাউন বলেছেন, অস্ট্রেলিয়া ক্রিকেটের পুনর্গঠনে তাঁর খেলার বিশেষ ভূমিকা থাকবে৷ যথাসময়েই তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: সঞ্জীব বর্মন