1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ায় দুর্নীতির মূলোৎপাটনের আহ্বান সার্কোজির

৩ মার্চ ২০১০

প্যারিস এবং মস্কোর মধ্যে আরো দৃঢ় সম্পর্কের উপর জোর দিয়ে ফরাসি রাষ্ট্রপ্রধান নিকোলা সার্কোজি বললেন, রুশ রাষ্ট্রপ্রধান দিমিত্রি মেদভেদেভকে অবশ্যই সংস্কার কর্মসূচির মধ্য দিয়ে দুর্নীতির মূলোৎপাটন করতে হবে৷

https://p.dw.com/p/MI8N
নিকোলা সার্কোজি এবং দিমিত্রি মেদভেদেভ (ফাইল ছবি)ছবি: AP

মঙ্গলবার ফ্রান্স সফররত রুশ নেতার সম্মানে আয়োজিত নৈশ ভোজে সার্কোজি একথা বলেন৷ তিনি বলেন, ‘‘ফ্রান্স এবং রাশিয়ার লক্ষ্য এক ও অভিন্ন এবং তাই স্নায়ুযুদ্ধের ধারাবাহিকতার কবর দিয়ে পরস্পরের মধ্যে সহযোগিতা আরো বৃদ্ধি করা প্রয়োজন৷'' মেদভেদেভও প্রায় একই সুরে বলেন, ‘‘একে অপরের প্রতি আমাদের স্বার্থ সবসময় পারস্পরিক সমঝোতামূলক৷'' এছাড়া পারমাণবিক অস্ত্রের বিকাশ, বিশেষ করে ইরানে সেই অস্ত্রের সম্প্রসারণ প্রতিরোধে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সার্কোজি৷

মেদভেদেভকে রাশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়ে সার্কোজি বলেন, ‘‘সংস্কার কর্মসূচি, আধুনিকীকরণ, দুর্নীতির বিরুদ্ধে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন৷'' রাশিয়ায় মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে মেদভেদেভের পদক্ষেপের প্রশংসা করে সার্কোজি বলেন, ‘‘আইনের শাসন, ন্যায্যতা, বিচারিক স্বচ্ছতা এবং মানবাধিকার সুরক্ষার প্রতি আপনার নিষ্ঠা দুই জাতির মধ্যে পুনরায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে সহায়ক হবে৷''

Russland EU Frankreich Nicolas Sarkozy und Barroso bei Dmitri Medwedew in Moskau
ফাইল ছবিছবি: picture-alliance/ dpa

উল্লেখ্য, রুশ রাষ্ট্রপ্রধান দিমিত্রি মেদভেদেভ সোমবার ফ্রান্স সফর শুরু করেন৷ একটি শীর্ষ পর্যায়ের বাণিজ্যিক প্রতিনিধি দলসহ ফ্রান্স সফরে মেদভেদেভ ফ্রান্সের সাথে পরিবহণ এবং জ্বালানি বিষয়ে দু‘টি চুক্তি স্বাক্ষর করেছেন৷ এছাড়া রাশিয়ার কাছে উচ্চ-প্রযুক্তি সম্পন্ন চারটি ফরাসি যুদ্ধ জাহাজ বিক্রির বিষয়ে সমঝোতার পথে এগুচ্ছে দুই দেশ৷ তবে রাশিয়ার কাছে ন্যাটোভুক্ত দেশের এই যুদ্ধজাহাজ বিক্রির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলো৷

লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস রিক্সটিন্স বলেন, ‘‘আমি নিশ্চিত নই যে, স্নায়ুযুদ্ধের পৃষ্ঠা উল্টাতে যুদ্ধসামগ্রী বিক্রি করাটা সর্বোত্তম পন্থা হতে পারে৷'' গত বছর মিস্ট্রাল শ্রেণীর যুদ্ধজাহাজ মস্কোর কাছে বিক্রির আলোচনা শুরুর পর থেকেই লাটভিয়া, এস্টোনিয়া এবং লিথুয়ানিয়া বরাবরই তাদের উদ্বেগ প্রকাশ করে আসছে৷ তবে এই যুদ্ধজাহাজ বিক্রির ঘটনা দুই দেশের মধ্যে বিশ্বাসযোগ্যতার একটি নিদর্শন হবে বলে মনে করছে প্যারিস৷

মঙ্গলবার মেদভেদেভ ফরাসি সংসদের নেতৃবৃন্দসহ দেশটির প্রধানমন্ত্রী ফ্রানকোয়েস ফিলোনের সাথে বৈঠক করেন৷ সকালে মেদভেদেভ সমাজবাদী দলের নেতা প্যারিসের মেয়র ব্যাট্রান্ড ডেলানোর সাথে সাক্ষাৎ করেন৷ এসময় ডেলানোও রাশিয়ায় মানবাধিকার রক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন, ‘‘মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এটি একটি জাতির মহত্বের অংশ যা সকল সাংবাদিককে কোন ভয়-ভীতি ছাড়াই চিন্তা করা, বলা এবং লেখার সুযোগ এনে দেয়৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়