‘রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারত বেশি লাভবান হবে' | পাঠক ভাবনা | DW | 28.02.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারত বেশি লাভবান হবে'

রামপাল বিদ্যুৎ প্রকল্পে ভারতের হস্তক্ষেপ করা বা আমাদের জাতীয় ইস্যু নিয়ে তাদের আগ্রাসী, অযৌক্তিক এবং দাদাগিরি মনোভাবের কারণে অনেকেই ভারতবিরোধী হয়ে যাবে৷ – সুলতানা কামালের এ মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন বহু পাঠক৷

‘‘প্রতিটি দেশপ্রেমিক নাগরিকই ভারতবিরোধী, কারণ ভারত বাংলাদেশের স্বার্থবিরোধী৷ যারাই ভারতপ্রেমী তারাই দেশবিরোধী৷ ফারাক্কা, তিস্তা, সীমান্ত হত্যা, রামপাল, বাণিজ্য ঘাটতি, প্রভুসুলভ আচোরণ, গণতন্ত্র বিনাশকারী, মাদক সরবরাহকারী, বাংলাদেশে মাদক পাচারের জন্যে সীমান্তে মাদক কারখানা স্থাপন ইত্যাদি কর্মকাণ্ড দেশের স্বার্থবিরোধী, তাই দেশপ্রেমিক নাগরিক মাত্রই ভারতবিরোধী৷'' ডয়চে ভেলের ফেসবুক পাতায় এভাবেই লিখেছেন মোহাম্মদ আবু তাহের৷

শুধু তাই নয়, ফেসবুকে আক্রমণাত্বক আরো কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন মোহাম্মদ আবু তাহের৷ লিখেছেন, ‘‘ফারাক্কা বাঁধ কে দিয়েছে? তিস্তার পানি কেন পাই নাই আমরা? সীমান্ত হত্যা কারা করে? রামপাল কারা করছে? সীমান্তে মাদকের কারখানা কারা স্থাপন করছে দেশকে ধ্বংস করার উদ্দেশ্যে? দেশের গণতন্ত্রকে কারা বিনাশ করেছে? কারা বিনা টাকায় ট্রানজিট নিতে চায়? আমার দেশের টাকায় গড়া রাস্তা দিয়ে ভারতের গাড়ি যাবে বিনা টাকায়!!! মামার বাড়ির আবদার?''

‘‘সকল দেশপ্রেমিক জনগণই ভারতবিরোধী, কারণ আমরা প্রতিনিয়তই ভারতের দ্বারা নির্যাতিত হচ্ছি৷'' এ মন্তব্য নয়ন স্যামের৷

আলমগীর হোসেন আলম মনে করেন, এটা অতি লাফা লাফির ফল৷....আওয়ামী সরকারের মাধ্যমে ভারত নাকি তাদের ইচ্ছা মতো যা খুশি তাই করে চলেছে৷

আলমগীর হোসেন আলমের মতামত শতভাগ ঠিক বলে মনে করেন মোহাম্মদ মোত্তালেব৷

পারভেজ টেনদলের অবশ্য ধারণা, সুলতানা কামাল ভারতের ভিসা না পাওয়াতেই এমন মন্তব্য করেছেন৷

অন্যদিকে জাহেদ আহমেদের কথায়, এখন প্রমাণ হয়েই গেছে যে ‘‘রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশের থেকে ভারত বেশি লাভবান হবে৷''

হাসান ওয়াজেদ মজুমদার ডয়চে ভেলের ফেলবুক পাতায় লিখেছেন, ‘‘আশা করছি এমরান সরকারও রামপালের বিপক্ষে অবস্থান নেবে৷''

‘‘বর্তমান সময়ে বাংলাদেশের ৮০ ভাগ মানুষ মনে-প্রাণে ভারতকে ঘৃণা করে বাংলাদেশে তাদের হস্তক্ষেপের কারণে৷'' এ মন্তব্য সাইফুল আমিনের৷

তবে ভিন্ন মত পোষণ করেছেন জয়ন্ত কুমার দত্ত৷ তিনি প্রতিবাদ করে লিখেছেন, ‘‘আগ্রাসন ভারত কখনই করে না৷ আর ভারতবিরোধিতা বাংলাদেশিদের পূর্বজ পাকিস্তানিদের থেকে পাওয়া এটা জিনগত প্রাপ্তি৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

 

নির্বাচিত প্রতিবেদন