1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ

২৫ মে ২০১১

আবার সংলাপে বসছে বাংলাদেশের নির্বাচন কমিশন ৭ই জুন থেকে৷ নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আলোচনার বিষয় হবে গণপ্রতিনিধিত্ব আদেশ, সীমানা নির্ধারণী আইন, নির্বাচন কমিশনার নিয়োগ আইন এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন৷

https://p.dw.com/p/11OAs
নির্বাচন ২০০৮ , ফাইল ছবিছবি: Mustafiz Mamun

নির্বাচন কমিশনের নতুন আইনের অধীনে নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের সঙ্গে হবে এই সংলাপ৷ ৭ই জুন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং জেপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হবে৷আর শেষ হবে ১৪ই জুলাই৷ ৯ই জুন আওয়ামী লীগ, ১৩ই জুন বিএনপি এবং ১৬ই জুন সংলাপ হবে জামায়াতের সঙ্গে৷ নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর তারা সুশীল সমাজের সঙ্গেও আলোচনায় বসবেন৷

আলোচনায় ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন গুরুত্ব পাবে বলে সাখাওয়াত হোসেন জানান৷ আলোচনার সময় ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রয়োগ পদ্ধতিও দেখান হবে৷

এদিকে নির্বাচন কমিশনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থতি নিয়ে আলোচনা সভায় নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মানুষ ব়্যাবকে চায়৷ তিনি জানান, বাকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা ব়্যাব মোতায়েনের দাবি জানিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক