1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতিতে সংঘাতময় দিন ফিরে আসছে

২১ নভেম্বর ২০১০

বর্তমান আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় দু’বছরের মাথায় বিরোধী দল বিএনপি আন্দোলনের মাধ্যমে মাঠ গরমের চুড়ান্ত প্রস্তুতি নিচ্ছে৷ ইতিমধ্যে তারা দুই দিন হরতাল পালন করেছে৷ সামনে আরও কঠোর কর্মসূচী দেবে তারা৷

https://p.dw.com/p/QEX2
ছবি: AP

আর সরকারও জনগণকে সঙ্গে নিয়ে বিরোধী দলের এসব কর্মসূচী রাজনৈতিকভাবে মোকাবেলার কথা বলছে৷ সব মিলিয়ে দেশের সামনের রাজনীতি আরও উত্তপ্ত হবে বলে আশংকা করছেন বিশ্লেষকরা৷

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, রাজনীতি এখনো ব্যক্তি কেন্দ্রিক- যা সমস্যার সৃষ্টি করছে৷ তিনি বলেন রাজনৈতিক দলগুলো অতীত থেকে শিক্ষা নেয়নি৷ ফলে তাদের অসহিষ্ণু আচরণে কোন পরিবর্তন আসেনি৷

তত্ত্বাবধায়ক সরকারের আরেকজন সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, সংঘাতময় রাজনীতির কারণে দেশে দীর্ঘকালীন নৈরাজ্যের সৃষ্টি হতে পারে৷ সুযোগ নিতে পারে তৃতীয় শক্তি৷ তাঁর মতে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন সমঝোতার রাজনীতি৷ কারণ সাংঘর্ষিক রাজনীতি থেকে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোও লাভবান হয়না৷

এই দু'জন বিশ্লেষক দেশের মানুষের দুর্ভোগ না বাড়ানো এবং অর্থনীতিকে চাঙ্গা করতে রাজনৈতিক দলগুলোকে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম