1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজধানী বার্লিনের ফ্রি ইউনিভার্সিটি বার্লিন

৩ জানুয়ারি ২০১১

বার্লিনের ফ্রি ইউনিভার্সিটি আন্তর্জাতিক খ্যাত বিশ্ববিদ্যালয়৷ এই বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করছে প্রায় ৩৫ হাজার ছাত্র-ছাত্রী৷ বিদেশি প্রচুর ছাত্র-ছাত্রীর সমাগম এখানে৷

https://p.dw.com/p/zsqF
Freien, Universität, Berlin, Free, University, ফ্রি, ইউনিভার্সিটি, বার্লিন, রাজধানী, আন্তর্জাতিক, খ্যাত, বিশ্ববিদ্যালয়, Germany, Education, Institute,
ফ্রি ইউনিভার্সিটি বার্লিনছবি: picture-alliance / dpa

ফ্রি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ৪ ডিসেম্বর পশ্চিম বার্লিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মানির বিভাজিত পরিবেশে৷ ঐতিহ্যবাহী হুমবোল্ট বিশ্ববিদ্যালয় পড়ে যায় বার্লিনের পূর্বাংশে৷ খুব অল্প সংখ্যাক ছাত্র-ছাত্রী, অধ্যাপক এবং কয়েকজন রাজনীতিকের উৎসাহে প্রতিষ্ঠিত হয় ফ্রাইয়ে উনিভার্সিটেট ব্যার্লিন বা ফ্রি ইউনিভার্সিটি বার্লিন৷

ফ্রি ইউনিভার্সিটি বার্লিন গবেষণার জন্য বিখ্যাত৷ জার্মানিতে যে সব বিশ্ববিদ্যালয় গবেষণায় শীর্ষে পৌছেছে ফ্রি ইউনিভার্সিটি বার্লিন তাদের মধ্যে অন্যতম৷ এই বিশ্ববিদ্যালয়কে ধরা হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মূল নেটওয়ার্ক হিসেবে৷ ফ্রি ইউনিভার্সিটি বার্লিনের লক্ষ্য হল আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা৷

Die neue Bibliothek der FU Berlin, Sir Norman Foster
ফ্রি ইউনিভার্সিটি বার্লিন - এর নতুন গ্রন্থাগারছবি: dpa

এই ফ্রি ইউনিভার্সিটি বার্লিনেই পড়াশোনা করছে নেপালের ছাত্র ফিডেল ডেভকোটা৷ তিনি বৃত্তি পেয়েছেন ডিএএডি-র কাছ থেকে৷ ফ্রি ইউনিভার্সিটি বার্লিনে তাঁর পাঠ্য বিষয় চলচ্চিত্র নির্মাণ৷ মাস্টার্স করছেন ভিসুয়াল মিডিয়া অ্যান্ড অ্যানথ্রপোলজি'তে৷ কীভাবে নিজেকে তৈরি করেছেন এই কোর্সে ভর্তির জন্য ? ডেভকোটা বললেন, ‘‘আমি নিজ দেশে ফিল্ম নিয়ে পড়াশোনা করেছি৷ ডিগ্রি করেছি ফিল্ম স্টাডিজ বিষয়ে৷ ছবি পরিচালনার বিভিন্ন দিক শেখা ছিল মূল বিষয়৷ সেটা শেষ করি৷ এরপর আমি কয়েকটি ছবি তেরি করি৷ আমি থিয়েটারেও কাজ করেছি প্রায় ৪-৫ বছর৷ মূলত এসব করার পরই আমি সিদ্ধান্ত নেই জার্মানিতে আসার৷''

ফ্রি ইউনিভার্সিটি বার্লিনে রয়েছে সব মিলে ১২টি অনুষদ৷ এই অনুষদগুলোর অধীনে গ্র্যাজুয়েশন, মাস্টার্স এবং পিএইচডি করা সম্ভব৷ এর পাশাপাশি রয়েছে তিনটি ইন্সটিটিউট৷ রয়েছে ভাষা শিক্ষার জন্য দুটি বিশাল সেন্টার৷ এই দুটি সেন্টারে ফরাসি এবং ইটালিয়ান ভাষা শেখানো হয়৷

ফ্রি ইউনিভার্সিটি বার্লিনে বেশ কিছু বিষয় ইংরেজিতে পড়ানো হয় বলে জার্মান ভাষা জানা আছে কিনা সে প্রশ্ন তোলা হয় না৷ কিন্তু এগুলো শুধু মাস্টার্স এবং পিএইচডি-র কোর্সের জন্য প্রযোজ্য৷ আপনারা কেউ যদি গ্র্যাজুয়েশন করতে চান তাহলে অবশ্যই ডিএইচএস পরীক্ষায় পাশ করতে হবে৷ এই পরীক্ষার জন্য ঢাকার গ্যোয়েটে ইন্সটিটিউট বা কলকাতা সহ ভারতের যে কোন মাক্স-মুলার ভবনে যোগাযোগ করা যেতে পারে৷

ডেভকোটা যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন সেখানে জার্মান ভাষার প্রয়োজন নেই৷ কিন্তু প্রতিদিনের চলাফেরায় জার্মান ভাষাটার প্রয়োজন থাকায় তাঁকে জার্মান ভাষা শিখতে হয়েছে৷ ডিএএডি জার্মান ভাষা শেখার জন্য কোর্সের ব্যবস্থা করে দিয়েছিল৷ ডেভকোটা এখন বেশ ভাল জার্মান বলতে পারেন৷ পথে ঘাটে চলতে ফিরতে তাঁর কোন অসুবিধা হয় না৷ বছরে দু বার ভর্তির জন্য আবেদন পত্র জমা নেয় ফ্রি ইউনিভার্সিটি বার্লিন৷ গ্রীষ্মকালীন সেমেস্টারের জন্য আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ প্রতিবছর জানুয়ারি মাসের ১৫ তারিখ এবং শীতকালীন সেমেস্টারের জন্য আবেদন পত্র জমা দেওয়া শেষ তারিখ প্রতি বছর ১৫ই জুলাই৷

চলচ্চিত্র বিষয়ে পড়াশোনার জন্য চোখ বন্ধ করে যে কেউ-ই চলে যাবে অ্যামেরিকায়৷ ডেভকোটা জানালেন কেন তিনি জার্মানিকে বেছে নিয়েছেন৷ কেন অন্য দেশে তিনি যাননি৷ ডেভকোটা জানান, ‘‘চলচ্চিত্র পরিচালক হিসেবে ইউরোপীয় ছবি সবসময়ই আমাকে আকৃষ্ট করেছে৷ অ্যামেরিকান ছবির থেকেও অনেক বেশি৷ আমি জার্মান চলচ্চিত্রের অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে নাড়াচাড়া করেছি৷ জার্মান চলচ্চিত্র থেকে অনেক কিছু শেখার আছে বলে আমি মনে করি৷ এখানে চলচ্চিত্র নিয়ে গবেষণাও হয় প্রচুর৷ এসব কারণেই আমার জর্মানিতে আসা৷''

ভবিষ্যৎ পরিকল্পনা কী? কোথায় কাজ করতে চান? এই প্রশ্নের উত্তরে ডেভকোটা জানান, মাস্টার্সের পর যদি সুযোগ পান তাহলে পিএইচডি করবেন৷ তা হবে চলচ্চিত্রের-ই কোন একটি বিষয়৷ এরপর নিজ দেশ নেপালে ফিরে যেতে চান তিনি৷ সেখানেই কাজ করতে চান ডেভকোটা৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান