1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজধানীর ৮০ হাজার ভবন মৃত্যু ফাঁদ

২ জুন ২০১০

ঢাকায় ধসে পড়া ভবনের নীচ থেকে বুধবার বিকেল পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বিশ্লেষকরা এই দুর্ঘটনার জন্য অপরিকল্পিত নির্মাণ এবং বিল্ডিং কোড না মানাকে দায়ী করেছেন৷

https://p.dw.com/p/Nfox
ফাইল ফটোছবি: AP

সরকার এ ধরনের ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা বলেছে৷

তেজগাঁও এর বেগুনবাড়ি এলাকায় ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে৷ এখনও অনেকে ভবনের নীচে আটকে আছেন৷ শোক আর আহাজারিতে ওই এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে৷

এই ভয়াবহ দুর্ঘটনার জন্য অপরিকল্পিতভাবে ভবন নির্মাণকে দায়ী করেছেন বিশ্লেষকরা৷ আর সাধারণ মানুষ মনে করেন এর নেপথ্যে রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক৷

উদ্ধার কাজে অংশ নেয়া সেনাবাহিনীর ইঞ্জিনয়ারিং কোরের কর্মকর্তা লে. কর্নেল আবু সাঈদ জানান, বেগুনবাড়ি এলাকার মাটি অনেক নরম৷ বর্জ্য ফেলে জলাশয় ভরাট করে ভবন নির্মাণ করা হয়েছে৷ ফলে এই দুর্ঘটনা৷

ঢাকার জেলা প্রশাসক মাইনুল হক বলেন, অনেকেই আইন মানেনা৷ মানেনা বিল্ডিং কোড৷ এধরনের ভবন চিহ্নিত করা হয়ছে৷ শিগগিরই অভিযান শুরু হবে৷

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এ্যাডভোকেট আব্দুল মান্নান খান জানান, অনুমোদন না নেয়ার প্রবণতাতো রয়েছেই, অনুমোদন নেয়ার পরও ভবনের মালিকরা বিল্ডিং কোড অনুসরণ করেন না৷

তিনি জানান, রাজধানীতে এরকম ঝুঁকিপূর্ণ ভবন ও স্থাপনার সংখ্যা প্রায় ৮০ হাজার৷ এই ভবনগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আবদুস সাত্তার