1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজধানীতে পানীয় জলে ‘কলিফর্ম’

১৬ জুন ২০১০

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, চীনা নেতার ঢাকা সফর, বিশ্বকাপের ৫ম দিনের খেলা নিয়ে নানা আয়োজন ছাড়াও আজকের পত্রিকায় বিশেষভাবে জায়গা পেয়েছে আমার দেশ পত্রিকার খবর, পাহাড় ধস এবং যমুনা টিভি’র সংবাদকর্মীদের খোলা চিঠির বিষয়৷

https://p.dw.com/p/NrlE
ফাইল ছবিছবি: UNI

রাজধানীর অধিকাংশ হোটেল-রেস্তোরাঁয় সরবরাহ করা পানি পানের অযোগ্য৷ এ পানিতে রয়েছে মানুষের 'মলে' থাকা ব্যাকটেরিয়া 'কলিফর্ম' বিষ৷ দৈনিক সমকাল বিশেষভাবে তুলে ধরেছে জনগুরুত্বপূর্ণ এই খবরটি৷ এতে বলা হয়েছে, মানবদেহে এর গ্রহণযোগ্য মাত্রা প্রতি ১শ' মিলিলিটারে শূন্যভাগ হলেও পরিবেশ অধিদফতরের পরীক্ষায় এর অস্তিত্ব ১ থেকে ৪৬ ভাগ পর্যন্ত পাওয়া গেছে৷ বারডেম হাসপাতালের ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগের পরিচালক প্রফেসর ডা. শুভাগত চৌধুরী কলিফর্ম ব্যাকটেরিয়াকে 'বিষ' আখ্যা দিয়ে দৈনিক সমকালকে বলেন, মানুষের মলে থাকা এ জীবাণুযুক্ত পানি পানে ডায়রিয়া, জন্ডিসসহ পানিবাহিত সব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে৷ তিনি এ ধরনের পানি সরবরাহের সঙ্গে জড়িতদের কঠোর বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন৷

Lage in Gaza - Flash-Galerie
ফাইল ছবিছবি: dpa

পাহাড় ধসে অর্ধশত প্রাণহানিতে শোক প্রকাশ

কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ধসে কয়েকজন সেনা সদস্যসহ অর্ধশত লোকের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া৷ দৈনিক ইত্তেফাক, সমকাল, যুগান্তর, জনকণ্ঠ, ডেইলি স্টারসহ প্রায় সব পত্রিকায় পাহাড় ধসের খবরের পাশাপাশি শীর্ষ নেতৃবৃন্দের শোক প্রকাশের খবরটিকে হোমপেইজে স্থান দিয়েছে৷ বলা হচ্ছে, পৃথক বিবৃতিতে তাঁরা এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান৷ রাষ্ট্রপতি জিল্লুর রহমান আহতদের দ্রুত চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদানের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উদ্ধার কাজ দ্রুততর করতে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন৷ শোক বিবৃতিতে বেগম খালেদা জিয়া বলেন, এমন প্রাণহানি দেশের জন্য অপূরণীয় ক্ষতি৷

প্রধানমন্ত্রীর প্রতি যমুনা টেলিভিশনের সংবাদকর্মীদের খোলা চিঠি

যমুনা টেলিভিশনে কর্মরত সব সাংবাদিক ও কর্মচারী-কর্মকর্তা যমুনা টিভি চালুর জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগী ভূমিকা প্রত্যাশা করেছেন৷ তাঁরা নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্বজনহারা রুনা-রত্নার মতো মানবিক দৃষ্টিকোণ থেকে যমুনা টিভির সাংবাদিক-কর্মচারীদের অসহায়ত্বের বিষয়টি মাতৃস্নেহে বিবেচনা করার জন্যও প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানিয়েছেন৷ দৈনিক যুগান্তরসহ কয়েকটি পত্রিকার অনলাইন সংস্করণে স্থান পেয়েছে যমুন টেলিভিশন পরিবারের এই খোলা চিঠির খবর৷ এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বরাবরে মঙ্গলবার লেখা এক খোলা চিঠিতে তাঁরা বলেছেন, 'আপনি বরাবরই সাংবাদিকদের প্রতি সংবেদনশীল৷ অতীতে আপনি বহুবার সাংবাদিকদের অধিকার আদায়ের কথা বলেছেন, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন৷ আমাদের বিশ্বাস, যমুনা টিভির পাঁচ শতাধিক সংবাদকর্মীর জীবনের চরম অনিশ্চয়তা ও কঠিন দুঃসময়ে নিমতলীর অগ্নিকাণ্ডের হতভাগ্য রুনা-রত্নার মতো আমরাও আপনাকে মহীয়সী জননীর মতো পাশে পাব৷ আশা করি আমাদের আপনি বঞ্চিত করবেন না৷'

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম