1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রমিজার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

৪ জুন ২০১০

বেগুনবাড়ির ট্র্যাজেডির পরই পুরান ঢাকায় অগ্নিকাণ্ড, খুলে দেওয়ার পথে ফেসবুক, চট্টগ্রামের নির্বাচনী হাওয়া, সংসদ অধিবেশনের খবর এবং বিশেষ করে রমিজার সাথে শেখ হাসিনার সাক্ষাৎ - এসব খবরই আজকের গণমাধ্যমের পাতা জুড়ে রয়েছে৷

https://p.dw.com/p/NhZb
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: DW

অসহায় রমিজা খাতুনের সবচেয়ে আনন্দের দিন ছিল বৃহস্পতিবার৷ স্বামী হাসমত আলীর সবচেয়ে প্রিয় মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা তাকে কাছে ডেকে নিয়ে সুখ-দুঃখের কথা শুনেছেন এবং এখন থেকে তাকে দেখাশোনার আশ্বাস দিয়েছেন৷ দৈনিক কালের কণ্ঠ, সমকাল, জনকণ্ঠ, যায়যায়দিন, নিউএইজসহ প্রায় সব পত্রিকার অনলাইন সংস্করণে স্থান পেয়েছে রমিজার খবর৷ এতে বলা হচ্ছে, গত ২ জুন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয় বঙ্গবন্ধুর ভক্ত হাসমত আলীর কথা৷ ময়মনসিংহের দরিদ্র ভ্যানচালক হাসমত বঙ্গবন্ধু খুন হওয়ার পর হাড়ভাঙা পরিশ্রমের আয় থেকে কিছু সঞ্চয় করতেন৷ জমানো টাকা দিয়ে ২০০৩ সালে গফরগাঁওয়ের খারুয়া বড়াইল গ্রামে পৌনে সাত শতাংশ জমি কেনেন৷ ২৪ হাজার টাকা দিয়ে কেনা জমির দলিল করেন শেখ হাসিনার নামে৷ অর্থের অভাবে চিকিৎসা না হলেও তিনি জমিটুকু বিক্রি করতে দেননি৷ প্রায় বিনা চিকিৎসাতেই তিনি মারা যান ২০০৪ সালে৷

হাসমতের স্ত্রী রমিজা এখন খুবই অসুস্থ, প্রাণ বাঁচাতে ভিক্ষা করেন৷ নিজের ছেলে সেই জমিটুকু পাবার জন্য তার ওপর অনেক নির্যাতন করেছে৷ কিন্তু রমিজা রাজি হননি৷ এ খবর প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন রমিজাকে খুঁজে বের করে চিকিৎসা দেওয়া এবং তাঁর কাছে নিয়ে আসার জন্য৷ রমিজা খাতুন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন বৃহস্পতিবার৷ শেখ হাসিনা তাঁর নামে হাসমতের কেনা জমিটুকু রমিজার নামে দলিল করে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন৷ তিনি সেই জমিতে রমিজার জন্য থাকার ঘর এবং গরু, হাঁস, মুরগির ছোট খামার করে দেওয়ারও নির্দেশ দেন৷

প্রধানমন্ত্রীর সাথে মরিয়ার্টির সাক্ষাৎ

James F. Moriarty
বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি (ফাইল ছবি)ছবি: AP

বর্তমান সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সংবাদমাধ্যমগুলো স্বাধীনতা ভোগ করছে৷ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন৷ দৈনিক কালের কণ্ঠ, যায়যায়দিন, ডেইলি স্টারসহ প্রায় সব পত্রিকার প্রথম পাতায় রয়েছে খবরটি৷ খবরে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ এবং দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরো সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান৷ শেখ হাসিনার সঙ্গে জেমস এফ মরিয়ার্টির বৈঠক শেষে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ৷ আজাদ সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা রাষ্ট্রদূতকে বলেছেন, তাঁর সরকার মানবাধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে৷

জইশ-ই-মোহাম্মদ জঙ্গীদের দুই আশ্রয়দাতা গ্রেপ্তার

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের সদস্যদের দুই আশ্রয়দাতা মহিউদ্দিন ও সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে ব়্যাব৷ দৈনিক প্রথম আলো, ইত্তেফাক, সমকাল, জনকণ্ঠ, ডেইলি স্টার, যায়যায়দিনসহ সব পত্রিকাতেই বিশেষভাবে জায়গা করে নিয়েছে এই খবরটি৷ খবরে প্রকাশ, বৃহস্পতিবার আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারকৃতরা বিদেশি জঙ্গিদের অবৈধ পাসপোর্ট তৈরি, রিক্রুটিং এবং নিরাপত্তাসহ তাদের কার্যক্রম পরিচালনার জন্য সব ধরনের সহায়তা করে আসছিল বলে ব়্যাব জানিয়েছে৷ ব়্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মোহাম্মদ সোহায়েল জানান, গ্রেপ্তারকৃত মহিউদ্দিন দীর্ঘদিন থেকে বাংলাদেশে পাকিস্তানভিত্তিক জঙ্গিদের অন্যতম পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতা হিসেবে কাজ করে আসছে৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন