রমজান মাস | পাঠক ভাবনা | DW | 11.08.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

রমজান মাস

ডয়চে ভেলের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেখাটি৷ শুরু হচ্ছে বিশ্বের সমস্ত মুসলিমদের জন্য সিয়াম সাধনার ...

মাস রমজান৷ আর এই রমজান মাসটি বিশ্বের এক এক দেশের মুসলমানরা স্ব স্ব দেশের রীতিনীতি এবং ঐতিহ্যের মধ্য দিয়ে পালন করে এসেছেন যুগ যুগ ধরে৷

আমরা ডয়চে ভেলের মাধ্যমে প্রত্যেক বছর বিশ্বব্যাপী মুসলিমদের রমজান পালনের বিভিন্ন তথ্য পেয়ে এসেছি৷ এবারও মজার মজার তথ্য পাবো বলে আশা করছি৷ পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা ডয়চে ভেলে এফএম লিসনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইফতার ও সেহরীর সময় নিয়ে একটি সূচিপত্র তৈরি করেছি৷ ইতিমধ্যে আমরা রাজধানী ঢাকার জন্য ৫০০ কপি সূচিপত্র তৈরি করেছি এবং সেগুলি ঢাকার মিরপুর, গাবতলী, মহাখালী, তেজগাঁও, কাওরান বাজার, ফার্মগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউমার্কেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু এলাকায় বিনামূল্যে বিতরণ করা শুরু হয়েছে৷ এছাড়াও বিভাগীয় শহরগুলিতেও এই সূচিপত্র বিতরণ করা হবে৷ যে সকল শ্রোতা বন্ধুদের ই-মেইল সুবিধা রয়েছে তাদের কাছেও এই সূচিপত্র পাঠানো হচ্ছে। তাছাড়া আমাদের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে৷ http://dwfmla.blogspot.com/2010/08/blog-post_162.html এই ঠিকানায়৷

এই সূচীপত্রে ডয়চে ভেলের এফএম অনুষ্ঠানের সময় সূচিও দেওয়া হয়েছে যাতে করে আগ্রহী নতুন শ্রোতা বন্ধুরাও ডয়চে ভেলের অনুষ্ঠান শুনতে পারেন৷ আর এভাবেই আমরা ডয়চে ভেলের শ্রোতা সংখ্যা বাড়াতে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছি৷

সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক-এ ডয়চে ভেলের পাতাটি ঢেলে সাজানোর নতুন আয়োজনটি খুবই চমৎকার হয়েছে৷ আমরা তার কয়েকটি ছবি তৈরি করে আমাদের ওয়েবসাইটে দিয়েছি৷

ঠিকানা - http://dwfmla.blogspot.com/2010/08/social-networking-site-facebook.html৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, আয়েশা বেগম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন, বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ৷

১০ তারিখের রাতের অধিবেশনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের তরতাজা খবরগুলো এবং ফিচার পর্ব হেল্থলাইন-এ ‘ফাস্ট ফুড’ খাবারের ওপর সাক্ষাৎকারমূলক প্রতিবেদন আর ক্যাম্পাস পর্বে জার্মানির লাইপসিশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার নিয়ে সাক্ষাত্কারমূলক পরিবেশনাটি শুনে আমরা দারুণ মুগ্ধ হয়েছি৷ রাতে তরতাজা খবর ও চমৎকার ফিচার দু’টি উপহার দেওয়ার জন্য ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷

ওয়েব সাইটে প্রতিবেদনগুলো নিয়মিত পড়িএবং সেই সঙ্গে ইন্টারনেট কুইজে অংশ গ্রহণ করি৷ ৬ অগাষ্টের কুইজে বিজয়ী হয়েছি - জেনে দারুণ খুশি হয়েছি এবং যখন পুরস্কারটি হাতে পাবো তখন আরো ভাল লাগবে৷

ডয়চে ভেলে বাংলা বিভাগের অনুরাগী ভক্ত শ্রোতা বন্ধুদের বলছি, আমি ভারত ও বাংলাদেশের অনেক সুপরিচিত বন্ধুকে মিস করি কিন্তু দুঃখের বিষয় আমি তাঁদের যোগাযোগের ঠিকানা জানিনা এবং আমার শত ইচ্ছা থাকা সত্বেও আমি তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারি না৷ তাই অনুপ্রহ পূর্বক আপনারা আমার নীচের ঠিকানাই যোগাযোগ করবেন৷ শুভেচ্ছান্তে, মোখলেসুর রহমান, বাংলাদেশ ডি-এক্স ক্লাব ইন্টারন্যাশনাল, খাদিমপুর বাজার, বহলবাড়িয়া, কুষ্টিয়া-৭০৩০৷ মোবাইল 8801714443129, E-mail bdxci99@ovi.com

ভালো লাগলো ওয়েবসাইটে দেয়া ১৬ বছর বয়সি প্রতিভাবান সাহিত্যিক সারার ছবিসহ প্রতিবেদটি৷ আপনাদের পাঠানো নিউজ লেটার নিয়মিত পাচ্ছি৷ ভালো লাগছে খুব৷ চৈতালি সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

আমার আজকের এই চিঠিতে একটি কথাই বলবো বাংলা অনুষ্ঠান আমাদের অনেক তথ্য-পিপাসা মেটায়৷ একদিকে যেমন জার্মানির আলোকে অন্যদিকে তেমনি বিশ্ব রাজনীতির ক্ষেত্রে৷ এপার বাংলার শ্রোতা হিসেবে চাই ভারতে বসবাসরত জার্মানদের আর জার্মানিতে বসবাসরত বাঙালিদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান প্রচার শুরু করুন অবিলম্বে৷ জয় কুমার দে, সল্ট লেক, কলকাতা, ভারত৷