1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রণক্ষেত্র শ্রীনগর, নিহত এস আই, আহত শতাধিক

১ ফেব্রুয়ারি ২০১১

আড়িয়াল বিলের নতুন বিমানবন্দর নির্মাণের বিরোধিতা, এস আইয়ের মৃত্যু, জনতা - পুলিশ সংঘর্ষ, শেয়ারবাজারে দুই দফায় টাকা লুটের অভিযোগ, এইসবই আজকের সংবাদপত্রের প্রধান খবর৷

https://p.dw.com/p/1087X
নতুন বিমানবন্দর তৈরি নিয়েই যত বখেড়াছবি: picture alliance/dpa

শ্রীনগরের ঘটনার বিশদ

দৈনিক ইত্তেফাক, কালের কন্ঠ, ডেইলি স্টার থেকে শুরু করে সব সংবাদপত্রের প্রথম পাতার খবর আজ শ্রীনগরের ঘটনা৷ মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে নতুন বিমানবন্দর নির্মাণের বিরোধিতাকে কেন্দ্র করে সোমবার শ্রীনগরে জনতা ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে৷ ঢাকা-মাওয়া মহাসড়কে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এলাকাবাসীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়৷ এতে পুলিশের এক উপপরিদর্শক বা এসআই নিহত হয়েছেন৷ তাঁর নাম মতিউর রহমান৷ সংঘর্ষে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকসহ আহত হয়েছেন শতাধিক ব্যক্তি৷ স্থানীয় জনগণ সংঘর্ষ চলাকালে শ্রীনগর উপজেলার হাসাড়া পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেয়৷ তবে দায়িত্বশীল কোনো কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেননি৷ এ'ছাড়া পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও এক সাংবাদিকের মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়৷ পুলিশ জানায়, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে৷ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে৷

খালেদার ওপরে দোষারোপ করল আওয়ামী লীগ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ মদদে পুলিশ কর্মকর্তাকে হত্যা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ৷ সোমবার বিকালে আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জ এলাকার সরকার দলীয় সংসদ সদস্যরা এই অভিযোগ এনেছেন৷ সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ বলেন, ‘সম্প্রতি খালেদা জিয়া দেশে নতুন বিমানবন্দরের প্রয়োজন নেই বলে এর বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়ার উস্কানি দিয়েছেন৷ আর ওই উস্কানিতেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে৷ এদিকে, আড়িয়াল বিলের সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সহিংস ঘটনায় যারা ইন্ধন দিয়েছে তাদের খুঁজে বের করবে সরকার৷ ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করা হবে৷

শেয়ারবাজার থেকে টাকা লুটের অভিযোগ

বিডিনিউজ টোয়েন্টিফোরের খবর, শেয়ারবাজার থেকে দুই দফায় ৮৫ হাজার কোটি টাকা 'সুপরিকল্পিতভাবে লুট' হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি৷ এর ফলে বিনিয়োগকারীদের পোষ্যরাসহ দেশের প্রায় ১০ শতাংশ মানুষ আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বলেও মনে করে বিএনপি৷ বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, গত বছরের ৫ ডিসেম্বর এবং চলতি বছরের ২০ জানুয়ারি এই টাকা লুটের ঘটনা ঘটেছে৷ সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন এম কে আনোয়ার৷

গ্রন্থনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সাগর সরওয়ার