1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রক্ষক হয়েই ভক্ষণ করছিলেন গুয়াতেমালার গোমেজ

৩ মার্চ ২০১০

সর্ষের মধ্যেই ভূত৷ গুয়াতেমালার মাদক নিয়ন্ত্রণ বাহিনীর শীর্ষ অফিসার নিজেই ড্রাগ পাচারের অভিযোগে চাকরি হারিয়েছেন৷ তাঁরা চুরি করেছিলেন কোকেন৷

https://p.dw.com/p/MI8q
গুয়াতেমালার পুলিশবাহিনীর প্রধান ছিলেন গোমেজছবি: AP

২০০৯ সালের মার্চ মাসে একেবারে ফিল্মি কায়দায় বহু কোটি টাকার কোকেন পাচারে সহযোগিতা করেছিলেন তিনি৷ তিনি গুয়াতেমালার পুলিশ প্রধান, এবং দেশের মাদক নিয়ন্ত্রণ দপ্তরের শীর্ষকর্তা৷ নাম বালথাজার গোমেজ৷ সঙ্গিনীর নাম নেলি বোনিল্লা৷ গোমেজের চাকরি তো গেছেই, জেল হাজতে তিনি৷ জেল হাজতে এখন নেলিও৷

ল্যাটিন অ্যামেরিকার দেশ গুয়াতেমালাকে মাদক পাচারের কাজে ব্যবহার শুরু করে দিয়েছে ড্রাগ মাফিয়ারা কিছুদিন আগে থেকে৷ মেক্সিকোয় সাম্প্রতিক অতীতে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে কড়াকড়ি শুরু করেছে সরকার৷ ফলত, মেক্সিকোর বড়বড় ড্রাগ মাফিয়ারা এখন অপেক্ষাকৃত নিরাপদ দেশ গুয়াতেমালাতে ডেরা বেঁধেছে৷ দেশটিকে মাদক পাচারের কাজে লাগাতে শুরুও করে দিয়েছে তারা৷ টোপ ফেলা চলছে সমাজের সর্বস্তরে৷ সেই মাদক চক্রে যে খোদ পুলিশ প্রধানও জড়িয়ে থাকতে পারেন, তা ভাবতেই পারে নি সরকার৷ শেষ পর্যন্ত প্রথমে অভিযোগ, তারপরে মামলা আর অবশেষে মামলার রায়ে জোরদার ফেঁসেছেন পুলিশ প্রধান গোমেজ৷

Flagge Guatemala
গুয়াতেমালার জাতীয় পতাকা

ল্যাটিন অ্যামরিকা সফরে এখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন৷ তাঁর সফরসূচিতে রয়েছে গুয়াতেমালার নামও৷ তাঁর সফর শুরুর আগে এই দেশে দুর্নীতি আর অবাধ মাদকের অভিযোগ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর৷ দুর্নাম কাটাতে প্রেসিডেন্ট আলভারো কোলোম দুর্নীতির অভিযোগে বরখাস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাউল ভেলাসকুয়েসকে৷ সেই একই কোপে ভস্ম হয়েছেন পুলিশ প্রধানও৷ এতদিন যিনি সর্ষের মধ্যেই ঘাপটি মেরে থাকা ভূতের ভূমিকায় দিব্যি ছিলেন৷ রক্ষক হয়েই পালন করছিলেন ভক্ষকের চমত্কার ভূমিকা৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - হোসাইন আব্দুল হাই