1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রক্তাক্ত ইরাক: সিরিজ গাড়ি বোমায় নিহত অন্তত ৬৯ জন

২৪ এপ্রিল ২০১০

ইরাকে সিরিজ গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে৷ শুক্রবার রাজধানী বাগদাদ এবং পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশে এই বোমা হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছে বলে জানাচ্ছে বার্তা সংস্থাগুলো৷ বোমার আঘাতে আহত হয়েছেন শতাধিক৷

https://p.dw.com/p/N5ED
সদর শহরে বিস্ফোরণের পর জ্বলছে গাড়ি, আতঙ্কিত মানুষছবি: AP

গত সপ্তাহে আল কায়েদার দুই শীর্ষ নেতাকে হত্যার পর গাড়ি বোমা বিস্ফোরণ এবং হতাহতের ঘটনা ঘটলো৷ তবে এখনো জানা যায়নি এই হামলার সঙ্গে আল কায়েদা আদৌ যোগাযোগ আছে কিনা৷ তবে প্রধানমন্ত্রী নূরি আল মালিকির কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যাকান্ডের ঘটনাটি হচ্ছে ঐ দুই আল কায়েদা নেতা হত্যার সরাসরি উত্তর৷ মার্কিন বাহিনী এবং ইরাকি সেনারা এক অভিযানের মাধ্যমে ইরাকের ঐ দুই আল কায়েদা শীর্ষনেতাকে হত্যা করে৷ এখনো পর্যন্ত কোন পক্ষ এই হামলার দায় স্বীকার না করা হলেও সরকারি সূত্রগুলো এই ঘটনার পেছনে একটি সুন্নি মুসলিম গ্রুপের হাত রয়েছে বলেই মনে করছে৷

ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হচ্ছে, সদর সিটিতে শিয়া নেতা মোকতাদা আল সদরের রাজনৈতিক দপ্তরের কাছে দু'টি গাড়ি বোমা হামলা চালানো হয়৷ শুক্রবার প্রায় একই সময়ে বাগদাদের একটি শিয়া মসজিদের কাছে তিনটি গাড়ি বোমা হামলা চালানো হয়েছে৷ এছাড়া, খালিদিয়া শহরে একই দিন সকালে রাস্তার পাশে পুঁতে রাখা ছয়টি বোমা বিস্ফোরিত হয়৷

এদিকে হোয়াইট হাউজের মৃখপাত্র বরার্ট গিবস এই সিরিজ গাড়ি বোমা বিস্ফোরণ, রক্তপাত এবং বড় ধরণের হত্যাকান্ডের ঘটনার পর দু:খ প্রকাশ করলেও স্পষ্টত: বলে দিয়েছেন, এই হামলার পর যদি মনে করা হয় মার্কিন সেনাদের ইরাক থেকে চলে আসার সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে, তা মোটেই ঠিক হবে না৷ আগামী আগস্ট মাসের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম