1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন হয়রানির অভিযোগ আনতে ‘প্ররোচনা’!

২৬ ফেব্রুয়ারি ২০১১

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের জয় নিয়ে সরব গণমাধ্যম৷ এছাড়া রয়েছে লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দূরবস্থা নিয়ে প্রতিবেদন৷ বিডিআর হত্যাকাণ্ডের দুই বছর পূর্তি নিয়ে খবর৷

https://p.dw.com/p/10PpN
প্রতীকী ছবিছবি: bilderbox

ক্রিকেট, লিবিয়া

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের জয় নিয়ে সব পত্রিকাই মূল শিরোনাম করেছে শনিবার৷ এর বাইরে প্রসঙ্গ লিবিয়া৷ ‘আটকে পড়াদের দিন কাটছে ভয় আর উৎকন্ঠায়', শিরোনাম দৈনিক কালের কণ্ঠের৷ লিবিয়ায় সরকারবিরোধী আন্দোলনের কারণে চরম বিপত্তিতে রয়েছে সেদেশে অবস্থানরত বাংলাদেশিরা৷ লিবিয়ার বিভিন্ন শহরে আটকা পড়েছেন তারা৷ এদের অনেকে না খেয়ে আছেন, এমনকি পানিও পাচ্ছেন না৷ কেউ কেউ দেশে ফিরতে চাইলেও কোন উপায় খুঁজে পাচ্ছেন না৷

একই বিষয়ে দৈনিক প্রথম আলো লিখেছে, ‘শঙ্কায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিরা, আরও সক্রিয় ভূমিকা নিতে সরকারের প্রতি আবেদন'৷ লিবিয়া ছাড়তে আগ্রহী কয়েক হাজার বাংলাদেশির প্রতিবেশী দেশ মিশর ও টিউনিশিয়ায় প্রবেশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে৷ এই পরিস্থিতিতে সরকারে সক্রিয় ভূমিকা আশা করছে তারা৷ বলাবাহুল্য, সেখানে অবস্থানরত অনেক বাংলাদেশির কাছেই প্রয়োজনীয় পাসপোর্ট বা কাগজপত্র নেই৷ এই অবস্থায় তাদেরকে কাগজপত্র ছাড়াই প্রবেশের অনুমতি দিতে মিশর ও টিউনিশিয়ার প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা৷

পিলখানা হত্যাকাণ্ডের দুই বছর

দৈনিক সমকালের শিরোনাম, ‘অশ্রুতে সিক্ত সবুজ ঘাস'৷ গতকাল হত্যাকাণ্ডে নিহতদের কবরে পুষ্পার্ঘ অর্পণ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা৷ নিহতদের পরিবারের সদস্যরা কবরস্থানে এলে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়৷ এছাড়া দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘শোক আর শ্রদ্ধায় পিলখানা হত্যা দিবস পালন'৷ পিলখানায় বর্বরোচিত হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গতকাল নানা কর্মসূচি পালন করা হয়েছে৷

প্ররোচনা

‘ঢাবিতে যৌন হয়রানি, অভিযোগ আনতে ছাত্রীকে দুই শিক্ষকের প্ররোচনা'৷ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ২০০৯ সালে যৌন হয়রানির অভিযোগ আনেন এক শিক্ষকের বিরুদ্ধে৷ গত নয় ফেব্রয়ারি সেই শিক্ষক উল্টো অভিযোগ করেছেন, অপর দুই শিক্ষকের প্ররোচনায় শিক্ষার্থীটি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনেছিল৷ বিডিনিউজে টোয়েন্টিফোর ডটকম দিয়েছে এই খবর৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী